Image Credit source: IPL Website
আইপিএল-২০২২ এর ৪৬টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
কলকাতা: আজ, সোমবার চলতি আইপিএলের (IPL 2022) ৪৭তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কেকেআর ও সঞ্জু স্যামসনের রাজস্থান। রবিবার আইপিএলের ডাবল হেডার ছিল। গতকাল বিকেলের ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। এবং রবিরাতের লড়াইয়ে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দিল্লির বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস খেলেন রাহুল। সেই সুবাদেই অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক রাজস্থানের ওপেনার জস বাটলারের সঙ্গে রানের ব্যবধানও কিছুটা কমিয়ে নিলেন রাহুল। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৪৬টি ম্যাচ হয়েছে।
আইপিএল-২০২২ এর ৪৬টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…
১) আইপিএল-২০২২ এর ৪৬টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৯টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৫৬৬ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।
২) রবিবার দিল্লির বিরুদ্ধে ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন রাহুল। এবং কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১০টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫১ রান। সর্বোচ্চ ১০৩* রান।
৩) অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। চলতি আইপিএলে তিনি মোট ৯টি ম্যাচে খেলে ৩২৪ রান করেছেন। সর্বোচ্চ ৭৫ রান।
৪) কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৮টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ৩০৮ রান। সর্বোচ্চ ৮৭* রান।
৫) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপাতত ৫ নম্বরে নেমে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এন তিলক ভার্মা (Tilak Varma)। চলতি আইপিএলে এখনও অবধি ৯ ম্যাচে খেলে ৮টিতে হেরেছে মুম্বই। এবং ৯ ম্যাচে ৩০৭ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম চারে ঢুকে পড়েছেন তিলক। তাঁর সর্বোচ্চ রান ৬১।
আরও পড়ুন: IPL 2022 Points Table: কেকেআরের ম্যাচের আগে জেনে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়
আরও পড়ুন: KKR vs RR IPL 2022 Match Prediction: আজ থেকে সম্মান রক্ষার লড়াই নাইটদের