GT vs PBKS LIVE Score, IPL 2022: মায়াঙ্কের পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গুজরাতের নেতা হার্দিকের


  • 03 May 2022 07:08 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, জিতেশ শর্মা, রাহুল চাহার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, সন্দীপ শর্মা।

  • 03 May 2022 07:08 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, প্রদীপ সাঙ্গওয়ান, লকি ফার্গুসন, রশিদ খান, মহম্মদ সামি, আলজারি জোসেফ।

  • 03 May 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 03 May 2022 06:41 PM (IST)

    আর কিছুক্ষণের অপেক্ষা

    আর কিছুক্ষণ পর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাত ও পঞ্জাব।

  • 03 May 2022 06:38 PM (IST)

    পয়েন্ট টেবলে কোন দল কোথায়

    গুজরাত এখনও পর্যন্ত এই আইপিএলের ৯টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জিতেছেন হার্দিকরা এবং মাত্র ১টিতে হেরেছে টাইটান্সরা। মোট ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন শুভমনরা। আপাতত এ বারের আইপিএলে ৯ ম্যাচে খেলে ৪টি জয় ও ৫টিতে হেরে পয়েন্ট টেবলের ৮ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ানরা।

  • 03 May 2022 06:32 PM (IST)

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাতের ফল

    চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে পঞ্জাবকে হারিয়েছিল গুজরাত। ৮ এপ্রিলের ম্যাচে শেষ ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে গুজরাতকে জিতিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। পঞ্জাব ওই ম্যাচে হারের বদলা নেওয়ার সুযোগ পাবে আজ।



  • Leave a Reply