Shakur Stevenson-Young Lyric: বক্সিং রিংয়েই বান্ধবী ইয়ং লিরিককে বিয়ের প্রস্তাব দিলেন মার্কিন তারকা বক্সার শাকুর স্টিভেনসন। মেক্সিকান বক্সার অস্কার ভাল্ডেজকে চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ে হারিয়ে ইউনিফাইড সুপার ফেদারওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর, স্টিভেনসন এক্কেবারে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন ইয়ংকে। রিংয়ে হাঁটু মুড়ে, হাতে আংটি নিয়ে স্টিভেনসন বলেন, “লিরিক আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?” উত্তরে ইয়ং হ্যাঁ জানান।
May 04, 2022 | 7:30 AM
Most Read Stories