India Ranking: টি-টোয়েন্টিতে ১ নম্বরে শেষ করল ভারত


টি-টোয়েন্টিতে শীর্ষে ভারত।

ছবি: টুইটার

আইসিসির প্রকাশিত বার্ষিক ব়্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে এক নম্বরে ভারত। ইংল্যান্ডকে সরিয়ে একে উঠে এলেন রোহিত শর্মারা। মর্গ্যানদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ভারত। রোহিতের ক্যাপ্টেন্সিতে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। ২০ ওভারের ফরম্যাটে টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত।

দিল্লি: এ বছরই অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। তার আগেই খুশির খবর ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য। অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। এ বছরও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া আরও দুটো কোয়ালিফায়ার দলও যোগ হবে ভারতের গ্রুপে। গত বিশ্বকাপটা মোটেই ভালো যায়নি বিরাট কোহলি, রোহিত শর্মাদের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। রাহুল দ্রাবিড়ের হাত ধরে এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মারাও মুখিয়ে আছেন দেশেক বিশ্বকাপ জেতাতে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ফরম্যাটে আর কাপ জেতেনি ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সেই খরা কাটাতে চান হিটম্যানরা। যদিও আইপিএলে একেবারে ফর্মে নেই রোহিত শর্মা। যেটা অবশ্যই ভাবাচ্ছে। তবে এই আইপিএল থেকেই অনেক তরুণ ক্রিকেটাররা উঠে আসছেন। বিশ্বকাপের দলে তাঁরা জায়গা করে নিতেই পারেন।

আইসিসির প্রকাশিত বার্ষিক ব়্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে এক নম্বরে ভারত। ইংল্যান্ডকে সরিয়ে একে উঠে এলেন রোহিত শর্মারা। মর্গ্যানদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে ভারত। রোহিতের ক্যাপ্টেন্সিতে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। ২০ ওভারের ফরম্যাটে টানা ৯টি ম্যাচ জিতেছে ভারত। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকেও দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেন রোহিতরা। আইপিএল শেষের পর জুনেই ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে আসছে দক্ষিণ আফ্রিকা। ভারত, ইংল্যান্ডের পর তৃতীয় স্থানে আছে পাকিস্তান। চার নম্বরে দক্ষিণ আফ্রিকা। পাঁচে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টিতে ভারত একে থাকলেও, টেস্টে শীর্ষস্থান হাতছাড়া করল। ভারতকে সরিয়ে একে উঠে এল অস্ট্রেলিয়া। সম্প্রতি অ্যাসেজে ৪-০ সিরিজ জিতেছেন প্যাট কামিন্সরা। আর তারই ফল পেলেন হাতে নাতে। ভারতের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে অস্ট্রেলিয়া। তিন নম্বরে আছে নিউজিল্যান্ড। চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে পাকিস্তান, ছয়ে ইংল্যান্ড।

অন্যদিকে একদিনের ক্রিকেটে এক নম্বরে শেষ করল নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছনে ইংল্যান্ড। তিনে অস্ট্রেলিয়া, চার নম্বরে ভারত। পাঁচ নম্বরে পাকিস্তান।

আরও পড়ুন: IPL 2022: নো, ওয়াইড বলের ক্ষেত্রেও কি ডিআরএস থাকা উচিত?

Leave a Reply