IPL 2022: অপেক্ষা ছটি ছক্কার, নতুন রেকর্ডের দরজায় ধোনি


রেকর্ড নয় ধোনির ফোকাসে দলের জয়।

Image Credit source: Twitter

এ বারের আইপিএলে (IPL 2022) ৯টি ম্যাচ খেলে ১৪০ রান করেছেন এমএস। স্ট্রাইক রেট ১৩২। হাফসেঞ্চুরি একটি। এই ১৪০ রানের মধ্যে ধোনির ব্যাট থেকে এসেছে পাঁচটি ছক্কা।

মুম্বই: আর কিছুক্ষণ পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আর এই ম্যাচে একটা নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। এ বারের আইপিএলে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে মাঠে নেমেছিলেন মাহি। কিন্তু আবার ক্যাপ্টেনের পদটা ফিরিয়ে দেওয়া হয়েছে ধোনিকে। এ বারের আইপিএলে (IPL 2022) ৯টি ম্যাচ খেলে ১৪০ রান করেছেন এমএস। স্ট্রাইক রেট ১৩২। হাফসেঞ্চুরি একটি। এই ১৪০ রানের মধ্যে ধোনির ব্যাট থেকে এসেছে পাঁচটি ছক্কা। আর ছটি ছক্কা হাঁকালেই নতুন একটা রেকর্ড গড়বেন ধোনি। যে রেকর্ড আছে একমাত্র বিরাট কোহলির (Virat Kohli)। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট আইপিএলে একটি দলের হয়ে ২০০টি ছক্কা হাঁকিয়েছেন। ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ১৯৪টি ছয় মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ধোনি পারবেন বিরাটকে ছুঁয়ে ফেলতে?

ধোনি যে খুব খারাপ ফর্মে আছেন তা নয়। ফিনিশারের ভূমিকা নিতে ব্যাটিং অর্ডারে অনেকটা নিচের দিকে তিনি নামেন গত কয়েক বছর ধরেই। তাই খুব কম সুযোগ পান বড় রানের ইনিংস খেলার। চলতি আইপিএলে দুটি ম্যাচে ভিন্টেজ ধোনির। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাওয়া গিয়েছেন ধোনির হাফ সেঞ্চুরি। আর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল ধোনির ব্যাট। পঞ্জাবের বিরুদ্ধেও শুরুটা করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। আজ আবার তাঁর দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংস সমর্থকরা।

আজকের ম্যাচটা দুই শিবিরের কাছেই ডু অর ডাই। ধোনির দল একেবারে খাদের ধার দাঁড়িয়ে। একটা হার মানেই সব শেষ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ পয়েন্টে আছে ঠিকই কিন্তু আর একটা হার তাঁদের প্লে-অফের স্বপ্ন শেষ করে দিতে পারে। এমন পরিস্থিতিতে ধোনি নিজের রেকর্ডের দিকে তাকিয়ে খেলবেন এমনটা কেউ ভাবছেন না। বরং চেন্নাই ভক্তরা চাইবেন, ঋতুরাজ, কেনওয়ে, রায়াডুরা এমন ব্যাটিং করুন যাতে ধোনির কাঁধে অকারণ চাপ না আসে।

আরও পড়ুন : ICC Men’s T20 Rankings: টি-টোয়েন্টিতে ১ নম্বরে শেষ করল ভারত



Leave a Reply