RCB vs CSK LIVE Score, IPL 2022: বিরাট বনাম ধোনির লড়াই


Royal Challengers Bangalore vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

| Edited By: Prantik Deb


May 04, 2022 | 6:35 PM

Key Events

লিগ টেবিলে দুই দল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০ ম্যাচে ১০ পয়েন্ট

চেন্নাই সুপার কিংস – ৯ ম্যাচে ৬ পয়েন্ট

হেড টু হেডে দুই প্রতিপক্ষ

মোট ম্যাচ – ২৯

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৯

চেন্নাই সুপার কিংস – ১৯

LIVE Cricket Score & Updates

পুণে: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে ফের অধিনায়কত্বের দায়িত্ব যাওয়ার পর জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। খাতায় কলমে এখনও আইপিএলের (IPL 2022) প্লে-অফে যাওয়ার আশা আছে চেন্নাইয়ের। সেই আশাকে সঙ্গে করেই আজ ফাফ ডু প্লেসির (Faf du Plessis) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে নামবে ধোনি চেন্নাই। প্রতিপক্ষ আরসিবির অবস্থাও খুব খারাপ। শুরুর দিকে কয়েকটি ম্যাচে জিতলেও শেষ তিনটি ম্যাচে হারতে হয়েছে ফাফের দলকে। এমনকি প্রথম লেগে জাদেজার চেন্নাই প্রায় সব প্রতিপক্ষের বিরুদ্ধে হারলেও বিরাটদের হারিয়েছিলেন। সেই ম্যাচে উথাপ্পা-শিবম দুবে জুটি ঝড় তুলেছিল ২২ গজে। তবে এখন রবিন ফর্মে। আগের ম্যাচ দল থেকে বাদ পরেছেন শিবম। এই দুই তারকা না থাকলেও একরাশ চিন্তা নিয়েই মাঠে নমতে হবে ফাফের দলকে। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে, মোট ২৯ বার। ১৯টি ম্যাচে জিতেছে চেন্নাই। ৯টি ম্যাচে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Published On – May 04,2022 6:30 PM

Leave a Reply