Published by: Subhajit Mandal | Posted: May 6, 2022 10:48 am| Updated: May 6, 2022 10:48 am
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’ম্যাচ আগে নিজেই নিজের জন্য লক্ষ্য স্থির করেছিলেন। টার্গেট ছিল যেভাবেই হোক ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা। বৃহস্পতিবার দিল্লি ম্যাচে সেই গতির টার্গেট ছাপিয়ে গেলেন ‘শ্রীনগর এক্সপ্রেস’ উমরান মালিক। আইপিএলের দ্রুততম বোলার এখন ‘শ্রীনগর এক্সপ্রেস’ (Srinagar Express) নামেই পরিচিত।
বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে উমরান একটি বল করেছেন ১৫৬.৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে। যা চলতি আইপিএলে তো বটেই গত কয়েকটি আইপিএলের (IPL 2022) মধ্যেও দ্রুততম বল। উমরান চলতি আইপিএলে লাগাতার নিজের গতি বাড়িতে চলেছেন। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে সার্বিকভাবে ভাল বল করতে পারেননি তিনি। ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। এই প্রথম আইপিএলে তাঁর চার ওভারে পঞ্চাশের বেশি রান তুলল কোনও দল। দিল্লির কাছে ২১ রানে হেরে গিয়েছে তাঁর দলও। কিন্তু তা বলে গতির সঙ্গে কোনওরকম আপস তিনি করেননি। শেষ ওভারের সবকটি বল শ্রীনগর এক্সপ্রেস করেছেন ১৫৩ কিলোমিটারের বেশি গতিতে।
[আরও পড়ুন: রাজ্য সফরের দ্বিতীয় দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন অমিত শাহ! তুঙ্গে জল্পনা]
১৫৬.৯ কিলোমিটার প্রতি ঘণ্টায় করা উমরানের (Umran Malik) এই বলটি চলতি আইপিএলের দ্রুততম বল। শুধু তাই নয়, ২০১২ সালের পর আইপিএলের ইতিহাসে এত জোরে আর কোনও বোলার বল করেননি। এর আগে আইপিএলের ইতিহাসের দ্রুততম বল হিসাবে ধরা হত ২০২০ সালে আনরিখ নখিয়ার করা একটি বলকে। ২০২০ আইপিএলে ঘণ্টায় ১৫৬.২২ কিমি গতিতে বল করেছিলেন তিনি। তার থেকেও প্রায় ০.৭ কিমি বেশি গতিতে বল করে এদিন তাক লাগিয়েছেন উমরান। যা দেখে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন পেসার তথা উমরানের একসময়ের মেন্টর ইরফান পাঠানের (Ifran Pathan) আশা আগামী দিনে ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতেও বল করতে পারবেন।
[আরও পড়ুন: ঘুচবে অভাবের দিন, সন্তোষে খেলা বাংলার দুই ফুটবলারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর]
কিন্ত কাশ্মীরের ওই তরুণের গতির রহস্য কী? উমরান মালিকের কোচ রণধীর সিং মানহাস জানাচ্ছেন, উমরানের বাড়ি তাওয়াই নদীর তীরে। মাত্র ১৭ বছর বয়সে সেই নদীর বালির উপর দিয়ে দৌড়তেন উমরান। কোমরে বাঁধা থাকত সাইকেলের দু’টি বালি ভরতি টিউব। সেই টিউব কোমরে বেঁধে দৌড়েই শক্তি বাড়িয়েছেন উমরান। যার সুফল এখন পাচ্ছেন তিনি।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ