Image Credit source: Twitter
এ বারের আইপিএলে কি অভিষেক হতে পারে সচিনপুত্রের। আইপিএল প্রেমীরা কিন্তু তাই চাইছেন। মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে কি বলছেন?
মুম্বই: আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়েই এক সময় অভিষেক হয়েছিল জশপ্রীত বুমরার। ধীরে ধীরে তিনিই হয়ে হয়ে উঠেছিলেন টিমের অন্যতম সেরা অস্ত্র। রোহিত শর্মার টিমের হয়েই এক সময় আইপিএলের মঞ্চে পা রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকে দেশের সেরা অলরাউন্ডার করে তোলার কাজটা মুম্বই-ই করেছিল। এক-একটা আইপিএল টিম এই রকম এক-এক ক্রিকেটারকে তুলে এনেছে। সুযোগ পেয়ে তাঁরাই মেলে ধরেছেন তাঁদের প্রতিভা। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন কি এ বারও তুলে আনবেন নতুন কোনও প্রতিভা? এই প্রশ্নের সঙ্গে ঘুরছে আরও একটা প্রশ্ন? সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের (Arjun Tendulkar) অভিষেক কবে হবে নীল জার্সিতে? আইপিএল ১৫-র জন্য ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে রোহিতের টিম। মুম্বইয়ের হয়ে সিনিয়র টিমে অভিষেক হলেও এখনও আইপিএল খেলেননি তিনি। এ বার রোহিতের টিমের হাল ভালো না। প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও নেই। সেই কারণেই আশা করা হচ্ছে, এ বারই হয়তো প্রত্যাশিত আইপিএল অভিষেক হয়ে যাবে সচিনপুত্রের।
গত তিন বছর থেকেই মুম্বই টিমের সঙ্গে নেট করেন অর্জুন। বাবা মেন্টর হলে কী হবে, তাঁর ছেলে কিন্তু নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। নেটে তাঁর বোলিং দেখে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বারের আইপিএলে ম্যাচ খেলার সুযোগ না পেলেও নেটে ঈশান কিষানকে বিষাক্ত ইয়র্কারে অর্জুনের বোল্ড করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন একঝাঁক ক্রিকেটারকে তুলেছে মুম্বই। ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, ঋত্বিক শোকিন, কুমার কার্তিকেয়রা উল্লেখযোগ্য। তার মধ্যে আবার তিলক, ডিওয়াল্ড নিজেদের প্রতিভা চিনিয়েছেন।
মুম্বইয়ের কোচ জয়বর্ধনে কিন্তু আশাবাদী, দ্রুত সচিনপুত্রের অভিষেক হতে পারে আইপিএলে। ‘টিমে নতুন যারাই রয়েছে, তাদেরই আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে। দেখতে হবে কিভাবে ব্যাপারটা দাঁড়ায়। একটা ম্যাচ জেতার জন্য আমরা যে ভাবে স্ট্র্যাটেজি করছি, তার সঙ্গে পুরোটা মেলাতে হবে। প্রতিটা ম্যাচেই আমরা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছি। অর্জুন যখন টিমের একজন, তখন ও নিশ্চিত ভাবে সুযোগ পাবে। তবে কোন কম্বিনেশনে আমরা টিম সাজাব, সেটার উপরেই নির্ভর করবে সব কিছু।’