IPL 2022: যশস্বীর দাপুটে ব্যাটিংয়ে প্লে অফের কাছাকাছি রাজস্থান


যশস্বী জসওয়াল।

ছবি: টুইটার

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল। ওপেনিংয়ে এ দিন শিখর ধাওয়ানের সঙ্গী হন জনি বেয়ারস্টো। পছন্দের পজিশনে ব্যাট করতে নেমেই দুরন্তে ছন্দে ফেরেন ইংল্যান্ডের ব্যাটার।

পঞ্জাব কিংস ১৮৯/৫ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস ১৯০/৫ (১৯.৪ ওভার)

মুম্বই: আইপিএলে (IPL 2022) হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পঞ্জাব কিংসকে (Punjab Kings) রানে প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন সঞ্জু স্যামসনরা। ১৯০ রান তাড়া করতে নেমে দাপুটে জয় ছিনিয়ে লিগ টেবিলের ভালো জায়গায় পৌঁছে গেল রাজস্থান। যশস্বী জসওয়ালের দাপুটে ব্যাটিংয়ে ভর করেই দুরন্ত জয় ছিনিয়ে নেয় সঞ্জু স্যামসনের দল। ওপেনিংয়ে বাটলারের সঙ্গে ব্যাট করতে নেমে ঈর্ষণীয় ইনিংস উপহার যশস্বীর। মাঝে কয়েকটা ম্যাচে তাঁর পরিবর্তে করুণ নায়ারকে খেলাচ্ছিল টিম ম্যানেজমেন্ট। এগারো জনের দলে প্রত্যাবর্তন করেই নজর কাড়লেন যশস্বী জসওয়াল। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লখনউয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল রাজস্থান। অন্যদিকে এ দিনের ম্যাচ হারায় প্লে অফের পথ অনেকটাই কঠিন হয়ে দাঁড়াল প্রীতির দলের কাছে।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল। ওপেনিংয়ে এ দিন শিখর ধাওয়ানের সঙ্গী হন জনি বেয়ারস্টো। পছন্দের পজিশনে ব্যাট করতে নেমেই দুরন্তে ছন্দে ফেরেন ইংল্যান্ডের ব্যাটার। তবে এ দিন রান পাননি শিখর ধাওয়ান। অশ্বিনের বলে ব্যক্তিগত ১২ রানে ফেরেন ধাওয়ান। দুরন্ত ক্যাচ নিয়ে ধাওয়ানকে ফেরান জস বাটলার। জনি বেয়ারস্টো-ভানুকা রাজাপাকশা জুটি পঞ্জাবের স্কোরবোর্ডকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রাজাপাকশা ২৭ রানে আউট করেন যুজবেন্দ্র চাহাল। ১৫ রানে চাহালের বলে আউট হন পঞ্জাবের অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল। একই ওভারে ৫৬ রানে আউট হন জনি বেয়ারস্টো। পঞ্জাবের স্কোরবোর্ডে কিছুটা রাশ টানেন চাহাল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। জীতেশ শর্মা ও লিয়াম লিভিংস্টোন ঝোড়ো ব্যাটিং করেন। ১৪ বলে ২২ করেন লিভিংস্টোন। ১৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন জীতেশ শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে পঞ্জাব কিংস। ৩ উইকেট নেন চাহাল। ১টি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে রাজস্থান রয়্যালস। বাটলারের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। দলে ফিরেই দুরন্ত ব্যাটিং করেন বাঁ-হাতি তরুণ ব্যাটার। ৩৩ বলে হাফসেঞ্চুরি করেন যশস্বী। ৬৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন যশস্বী জসওয়াল। ইনিংসে সাজানো ৯টা চার আর ২টো ছয়।  ব্যক্তিগত ৩০ রানে কাগিসো রাবাদার বলে রাজাপাকশার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান জস বাটলার। সঞ্জু স্যামসন ক্রিজে এসেও দ্রুত রান তোলার চেষ্টা করতে থাকেন। কিন্তু রাজস্থানের অধিনায়ককে ব্যক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নে ফেরান ঋষি ধাওয়ান। ৩১ রান করেন দেবদত্ত পাড়িক্কল। ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমেয়ার। তাঁর ইনিংসে সাজানো ৩টে চার ও ২টো ছয়। ২ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। এই জয়ের সুবাদে প্লে অফ থেকে আর এক ধাপ দূরে সঞ্জু স্যামসনরা।

আরও পড়ুন: Mother’s Day 2022: মাদার্স ডে স্পেশাল জার্সি পরে মাঠে নামছেন লোকেশ রাহুলরা



Leave a Reply