Lucknow Super Giants vs Kolkata Knight Riders Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট
রাহুল বনাম শ্রেয়সের লড়াই
Key Events
লখনউ সুপার জায়েন্টস – ১০ ম্যাচে ১৪ পয়েন্ট
কলকাতা নাইট রাইডার্স – ১০ ম্যাচে ৮ পয়েন্ট
সর্বোচ্চ রান – কেএল রাহুল, ৪৫১
সব থেকে বেশি উইকেট – উমেশ যাদব, ১৫
LIVE Cricket Score & Updates
-
07 May 2022 06:34 PM (IST)
যশস্বী জসওয়ালের হাফসেঞ্চুরি
৩৩ বলে হাফসেঞ্চুরি যশস্বী জসওয়ালের
-
07 May 2022 06:33 PM (IST)
দুই তরুণ অধিনায়কের লড়াইয়ের অপেক্ষা
Hello from Pune for Match No. 5⃣3⃣ of the #TATAIPL 2022. ?@klrahul‘s @LucknowIPL square off against @KKRiders, led by @ShreyasIyer15. ? ? #LSGvKKR
Which team will come out on top tonight? ? ? pic.twitter.com/Fgr4on9UMP
— IndianPremierLeague (@IPL) May 7, 2022
পুনে: আইপিএলে (IPL 2022) দ্বিতীয় ম্যাচে পুনেতে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সামনে কলকাতা নাইট রাইডার্স (KKR)। কেকেআরের কাছে এখন সব ম্যাচই মরণ বাঁচন। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে কেকেআর। বাকি চারটে ম্যাচ জিতলে তবেই প্লে অফের ওঠার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে নেট রানরেটের দিকেও খেয়াল রাখতে হবে। তবে সব ভুলে শ্রেয়স আইয়ারদের প্রাথমিক লক্ষ্য ২ পয়েন্ট। টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ে ফেরে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন শ্রেয়সরা। সেই ধারাবাহিকতা বাকি ম্যাচগুলোতেও দেখাতে চান নাইট ক্রিকেটাররা। লখনউ অনেক কঠিন প্রতিপক্ষ। তাই বাড়তি সাবধানী হয়েই মাঠে নামতে হবে কেকেআরকে। অন্যদিকে লখনউ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। প্লে অফের দোরগোড়ায় থাকা লখনউ শেষ তিনটে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। আজ জিতলেই প্লে অফের পথ অনেকটা প্রশস্ত হবে লখনউয়ের।
Published On – May 07,2022 6:30 PM