Mother’s Day 2022: মাদার্স ডে স্পেশাল জার্সি পরে মাঠে নামছেন লোকেশ রাহুলরা


বিশেষ জার্সি পরে মাঠে রাহুলরা।

ছবি: টুইটার

মায়েদের ছাড়া কি আর সাফল্য পাওয়া যায় জীবনে? মাদার্স ডে-র ঠিক আগে তাই অভিনব উদ্যোগ লখনউ সুপার জায়েন্টের। লোকেশ রাহুলরা পরবেন তাঁদের মায়েদের নাম লেখা জার্সি।

পুনে: অনিতা, রাজেশ্বরী কিংবা নলিনীকে চেনেন? ভাবছেন, আইপিএলের (IPL 2022) সঙ্গে এঁদের সম্পর্ক কোথায়? মেয়েদের আইপিএল কি তা হলে শুরু হয়ে গেল? তা হলেও কি অনিতা, নলিনীর সঙ্গে মেলানো যাবে? না। কারণ, এঁরা কখনওই ক্রিকেট খেলেননি। তা হলে খুলেই বলা যাক। আজ, আর কয়েক ঘণ্টা পর লোকেশ রাহুল (KL Rahul), রবি বিষ্ণোইরা (Ravi Bishnoi) নামবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁদের ম্যাচ খেলতে। রাহুলদের পিঠে লেখা থাকবে তাঁদের মায়ের নাম। পুরো লখনউ সুপার জায়েন্ট টিমই এই অভিনব জার্সি পরেই খেলতে নামবেন আইপিএলে। এর আগে কুড়ি-বিশের লিগে এমন দেখা যায়নি। ৮ মে মাদার্স ডে। রাহুল থেকে করে সব ক্রিকেটাররাই তাঁদের উঠে আসার গল্পে বরাবর পরিবার, বিশেষ করে মায়েদের অবদানের কথা উল্লেখ করেন। মায়েদের সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ।

লখনউয়ের তরফে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘এই জার্সি তোমার জন্য মা!’ সঙ্গে লেখা হয়েছে, ‘এ ভাবেই আমরা মাদার্স ডে-র জন্য প্রস্তুতি নিচ্ছি।’ লখনউয়ের এই জার্সি তাদের ভক্তদের তো বটেই, আইপিএলের সমর্থকদেরও প্রবল ভাবে ছুঁয়ে গিয়েছে। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস স্পেশাল জার্সি পরে নেমেছে। কিন্তু লখনউয়ের মতো উদ্যোগ এই প্রথম। অবশ্য মহেন্দ্র সিং ধোনির সময় ভারতীয় টিম একবার এই রকম জার্সি পরে ম্যাচ খেলতে নেমেছিল।

শনি-সন্ধের ম্যাচ নিয়ে আগ্রহের অন্ত নেই। এক দিকে কেকেআরের প্লে-অফের লড়াইয়ে থাকার এটাই শেষ সুযোগ। অর্থাৎ, হারলেই প্লে-অফের রাস্তা থেকে ছিটকে যাবে শ্রেয়স আইয়ারের টিম। যে কারণে এই তাঁদের কাছে ডু অর ডাই। রাহুলের লখনউ অবশ্য দারুণ ছন্দে রয়েছে। তাদের মালিক আবার কলকাতার ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কা। ফলে কলকাতা বনাম কলকাতার ম্যাচ বললে ভুল হবে না। এই ম্যাচকে অবশ্য ছাপিয়ে যাচ্ছে, লখনউয়ের অভিনব উদ্যোগ।

আরও পড়ুন: IPL 2022 CSK vs DC Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ



Leave a Reply