আইপিএল ট্রফি (ছবি-আইপিএল টুইটার)
আইপিএলের (IPL) ইতিহাসে এমন অঘটন আগে কোনওদিন ঘটেনি। ভারতের কোটিপতি লিগ চলাকালীন রেটিং হোক বা টিভি ভিউয়ারশিপ সব দিক থেকে শীর্ষে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু এ বার উল্টোটাই হচ্ছে।
নয়াদিল্লি: আইপিএলের (IPL) ইতিহাসে এমন অঘটন আগে কোনওদিন ঘটেনি। ভারতের কোটিপতি লিগ চলাকালীন রেটিং হোক বা টিভি ভিউয়ারশিপ সব দিক থেকে শীর্ষে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু এ বার উল্টোটাই হচ্ছে। আইপিএলের প্রথম সপ্তাহের টিভি রেটিংয়ে দেখা গিয়েছিল ৩৩ শতাংশ কমেছে ভিউয়ারশিপ (IPL Viewership)। দ্বিতীয় সপ্তাহে কিছুটা উন্নতি হয়েছিল ঠিকই, কিন্তু রেটিং ২৮ শতাংশ কমেছিল। আবার তৃতীয় সপ্তাহে কিছুটা উন্নতি হয়েছিল আইপিএলের রেটিংয়ে। আবার চতুর্থ সপ্তাহে ৩৫%-এরও বেশি কমেছে রেটিং। আইপিএল ঘিরে কি তা হলে দর্শকদের উন্মাদনা কমছে, এই প্রশ্নটাই আরও জোরালো হচ্ছে। আইপিএল যে শুধু বিসিসিআইয়ের (BCCI) অত্যন্ত লাভজনক একটি টুর্নামেন্ট তাই নয়। সারা বিশ্বের সবচেয়ে সফল একটি লিগ হল আইপিএল। অর্থ উপার্জনের দিক থেকে দেখতে গেলে আইপিএলের তুলনা চলে লা লিগা, ইপিএলের মতো টুর্নামেন্টগুলোর সঙ্গে। আইপিএলের টিভি ভিউয়ারশিপ দিন দিন পড়তে থাকায় মুনাফা দেওয়ার দিক থেকে তা বেশ চিন্তার হয়ে দাঁড়াচ্ছে।
তবে এই টিভি ভিউয়ারশিপ কমার অন্যতম কারণ হিসেবে বলা যেতে পারে, গত দু’বছর ধরে করোনার কারণে কোনও মাঠে দর্শক প্রবেশ করার অনুমতি ছিল না। তবে এবার দেশের মাঠে হওয়া আইপিএলে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে যে হারে আইপিএলের টিভি ভিউয়ারশিপ কমছে তা বিসিসিআইয়ের কাছেও রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “আমরা এখনও পুরো ভিউয়ারশিপ রিপোর্টটা দেখিনি। তবে টেলিভিশন রেটিংয়ে পিছিয়ে পড়া মানেই সেটা চিন্তার বিষয়। ম্যাচগুলোতে যে ক্রিকেট দেখা যাচ্ছে তা নিঃসন্দেহে ভালো মানের। আমরা আশাবাদী আসন্ন সপ্তাহগুলোতে রেটিং আরও বাড়বে।”
বিসিসিআইয়ের ওই কর্তার পাশাপাশি আইপিএল-২০২২ এর এক বিজ্ঞাপনদাতা আইপিএলের ভিউয়ারশিপ কমার ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটা একেবারেই কাম্য নয়। আইপিএলের এ বারের রেটিং ভীষণ কমে গিয়েছে। যা এর আগে কখনও হয়নি। এটা প্রায় ৩০% কমেছে এবং আমরা কিন্তু গত মরসুমের বিজ্ঞাপন রেটের চেয়ে ২৫% বেশি অর্থ প্রদান করেছি এ বার। আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে সমাধানের জন্য স্টার স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করেছি।”