IPL 2022: ডুপ্লেসি-হাসারাঙ্গাদের দাপটে প্লে অফের দোরগোড়ায় বিরাটরা


আরসিবির জয় ৬৭ রানে।

ছবি- টুইটার

অধিনায়ক ফাফ ডুপ্লেসি অনবদ্য ইনিংস উপহার দেন। ৫০ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন ডুপ্লেসি। ইনিংসে সাজানো ৮টা চার, ২টো ছয়। এই আইপিএলে এরই মধ্যে তিনটে হাফসেঞ্চুরি করে ফেলেছেন ডুপ্লেসি। আইপিএল কেরিয়ারে ২৫তম অর্ধশতরান করেন প্রোটিয়া ব্যাটার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯২/৩ (২০ ওভার)

সানরাইজার্স হায়দরাবাদ ১২৫ অল আউট

মুম্বই: আইপিএলের (IPL 2022)  প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৬৭ রানে হারিয়ে প্লে অফের রাস্তা প্রশস্ত করল আরসিবি (Royal Challengers Bangalore)। নেট রান রেটেও অনেকটা ভালো জায়গায় পৌঁছে গেলেন ডুপ্লেসিরা। ওয়াংখেড়েতে ব্যাট হাতে দাপট দেখালেন ফাফ ডুপ্লেসি। আর বল হাতে ভেলকি দেখালেন হাসারাঙ্গা। এই হারের ফলে সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফের পথ অনেকটাই কঠিন হয়ে গেল। জয়ের জন্য এ দিন মরিয়া হয়েই মাঠে নেমেছিল ব্যাঙ্গালোর। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটে-বলে উভয় বিভাগে দাপট দেখিয়েই সেই জয় ছিনিয়ে নিলেন ডুপ্লেসিরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। খেলা শুরুর প্রথম বলেই আউট হন বিরাট কোহলি। খারাপ সময় যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না। চলতি আইপিএলে এই নিয়ে ৩ বার ডাক আউট হলেন বিরাট। আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৬ বার ডাক আউট হয়েছেন কোহলি। সুচিথের বল ফ্লিক করতে গিয়ে ধরা দেন কেন উইলিয়ামসনের হাতে।

শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায় আরসিবি। অধিনায়ক ফাফ ডুপ্লেসি অনবদ্য ইনিংস উপহার দেন। ৫০ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন ডুপ্লেসি। ইনিংসে সাজানো ৮টা চার, ২টো ছয়। এই আইপিএলে এরই মধ্যে তিনটে হাফসেঞ্চুরি করে ফেলেছেন ডুপ্লেসি। আইপিএল কেরিয়ারে ২৫তম অর্ধশতরান করেন প্রোটিয়া ব্যাটার। তাঁকে শুরুতে যোগ্য সঙ্গত দেন রজত পাতিদার। প্রথম উইকেট জুটিতে ওঠে ১০৫ রান। ৪৮ রান করেন রজত। তাঁর ইনিংসে সাজানো ৪টে চার, ২টো ছয়।

২৪ বলে ৩৩ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের ইনিংসে সাজানো ৩টে চার, ২টো ছয়। তবে ব্যাঙ্গালোরের ইনিংসে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখে যান দীনেশ কার্তিক। স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিংয়ে দলের স্কোর ১৯২ রানে টেনে নিয়ে যান তিনি। ৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন কার্তিক। ইনিংসে সাজানো ৪টে ছয় আর ১টা চার। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। কোনও বল না খেলেই রান আউট হন কেন উইলিয়ামসন। হায়দরাবাদের অধিনায়ককে রান আউট করেন শাহবাজ আহমেদ। অভিষেক শর্মাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। মার্করাম-রাহুল ত্রিপাঠী জুটি ইনিংসকে টানতে থাকলেও, জুটিতে ভাঙন ধরান হাসারাঙ্গা। ব্যক্তিগত ২১ রানে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান মার্করাম। নিকোলাস পুরানকে ১৯ রানে আউট করেন হাসারাঙ্গা। একা লড়াই চালান রাহুল ত্রিপাঠী। ৫৮ রানে ত্রিপাঠীকে ফেরান হ্যাজেলউড। ১২৫ রানে শেষ সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। বল হাতে একাই ৫ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরেই থাকল ব্যাঙ্গালোর।

আরও পড়ুন: IPL 2022: দুঃস্বপ্ন তাড়া করছে বিরাটকে

Leave a Reply