IPL 2022: বুমরার ৫ উইকেটের পরও বাজিমাত শ্রেয়সের কেকেআরের
নভি মুম্বইয়ে আইপিএলের (IPL 2022) ম্যাচে ঈশান কিষাণদের হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও খাতায় কলমে টিকে রইল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
কলকাতা নাইট রাইডার্স ১৬৫-৯ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স ১১৩ (১৭.৩ ওভার)
মুম্বই: এই না হলে কেকেআর (KKR)! যে দলের মালিক কিং খান, তাঁর দল তো এমন কামব্যাকই করে। নভি মুম্বইয়ে আইপিএলের (IPL 2022) ম্যাচে ঈশান কিষাণদের হারিয়ে প্লে অফের দৌড়ে এখনও খাতায় কলমে টিকে রইল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আজ জয়ের হ্যাটট্রিক হল না রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। আইপিএল কেরিয়ারে প্রথমবার ফাইফার পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা। কিন্তু বুমরার ৫ উইকেটও কাজে এল না। দলকে জেতাতে পারলেন না তিনি। বরং মায়ানগরীর দলকে হারিয়ে, ২ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবলের ৭ নম্বরে উঠে গেল নাইটরা।
WHAT. A. WIN. ?? pic.twitter.com/JAZFeepdVQ
— KolkataKnightRiders (@KKRiders) May 9, 2022
আইপিএলে মুম্বই বনাম কলকাতা ম্যাচ মানেই একটা বাড়তি উত্তেজনা থাকে। চলতি আইপিএলের প্লে অফের দৌড় থেকে মুম্বই তো ছিটকে গিয়েছেই, তবে জটিল হলেও এখনও আশা রয়েছে নাইটদের। ফলে এই ম্যাচটা প্লে-অফের দৌড়ে কতটা প্রভাব ফেলল তা সময়ই বলতে, কিন্তু তা বলে ২২ গজে এই দুই দলের দ্বৈরথে বিন্দুমাত্র উত্তেজনা কমেনি। কলকাতা এ বারের আইপিএলের শুরুতে কয়েকটা ম্যাচে জিতে স্বপ্ন দেখিয়েছিল। তারপর সেই হারের পর হার। অন্যদিকে মুম্বই আবার প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর জয় পেয়েছি। তবে ফের হারের মুখে পড়ল রোহিতের পল্টন।
বিস্তারিত আসছে…