IPL 2022 Points Table: মুম্বই বনাম কেকেআর ম্যাচের আগে চোখ রাখুন পয়েন্ট টেবলে
আজ, সোমবার আইপিএল-১৫-তে রয়েছে মুম্বই বনাম কেকেআর ম্যাচ। সেই আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৫৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
কলকাতা: আজ, সোমবার আইপিএল-১৫-তে (IPL 2022) রয়েছে দেশের দুই মহানগরীর লড়াই। এ বারের আইপিএলের ৫৬তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সুপার সানডে-র ডাবল হেডারের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর রবিরাতে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুরু-শিষ্যের লড়াইয়ে জিতেছেন গুরু ধোনি। ৯১ রানের ব্যবধানে পন্থের দিল্লির বিরুদ্ধে বড় জয় ধোনির চেন্নাইয়ের। আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
আজ, সোমবার আইপিএল-১৫-তে রয়েছে মুম্বই বনাম কেকেআর ম্যাচ। সেই আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ৫৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
১. এ বারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ৫৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.৭০৩। এখনও অবধি লখনউ ১১টি ম্যাচে খেলেছে। তাতে ৮টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ৩টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ১৬ পয়েন্ট রয়েছে।
২. এই মুহূর্তে লিগ টেবলের দুই নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.১২০। গুজরাত এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে। তার ৮টিতে জয় ও ৩টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ১৬ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
৩. পয়েন্ট টেবলের তিন নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান এখনও অবধি ১১টি ম্যাচে খেলে ৭টিতে জিতেছে, ৪টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩২৬। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ১৪।
৪. রবিবার হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রানের ব্যবধানে জিতেছে আরসিবি। এবং আপাতত লিগ টেবলে চার নম্বরেই রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.১১৫। এখনও অবধি আইপিএলের ১২টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৭টি ম্যাচে জয় ও ৫টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে। ব্যাঙ্গালোরের মোট পয়েন্ট ১৪।
৫. রবিরাতে ধোনির দলের বিরুদ্ধে ৯১ রানের ব্যবধানে হেরেছে রাজধানীর দল। তার পরও লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.১৫০। দিল্লি এখনও অবধি ১১টি ম্যাচে খেলেছে, তার ৫টিতে জিতেছে। এবং ৬টিতে হেরেছে। দিল্লির মোট পয়েন্ট ১০।
৬. রবিবার আরসিবির বিরুদ্ধে হারের পরও লিগ টেবলের ৬ নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। তবে আজ দিল্লির বিরুদ্ধে ম্যাচ রয়েছে অরেঞ্জ আর্মির। এখনও অবধি এ বারের আইপিএলে ১১টি ম্যাচে খেলে ৫টিতে জয় ও ৬টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০। হায়দরাবাদের নেট রান রেট -০.০৩১।
৭. আপাতত পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে খেলে ৫টিতে জিতেছেন ও ৬টিতে হেরেছেন ধাওয়ানরা। প্রীতির পঞ্জাবের নেট রান রেট -০.২৩১। পঞ্জাবের পয়েন্ট ১০।
৮. পন্থের দিল্লির বিরুদ্ধে রবিরাতে জিতেছে সিএসকে। এবং লিগ টেবলের আট নম্বরে উঠে এসেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট +০.০২৮। এখনও অবধি ১১টি ম্যাচে খেলে মাত্র ৪টিতে জিতেছে সিএসকে। ও ৭টিতে হেরেছে। চেন্নাইয়ের অর্জিত পয়েন্ট ৮।
৯. আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামবে কেকেআর। তার আগে লিগ টেবলের ৯ নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ১১টি ম্যাচের ৪টিতে জয় ও ৭টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৮ পয়েন্ট রয়েছে কিং খানের দলের। এবং কেকেআরের নেট রান রেট -০.৩০৪।
১০. কেকেআরের বিরুদ্ধে আজকের ম্যাচ রয়েছে মুম্বইয়ের। আপাতত লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৭২৫। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১০টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার মধ্যে ৮টি ম্যাচে হেরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবং জিতেছে ২টি ম্যাচে।