Mumbai Indians vs Kolkata Knight Riders : ইতিহাস বলছে, দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। মুম্বই ইন্ডিয়ান্সের জয় ২২বার। ৮টি ম্যাচ জিতেছে নাইটরা।
নভি মুম্বই: আজ নভি মুম্বইয়ে মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুটো দলই আইপিএল (IPL 2022) প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে। গোটা মরসুম জুড়ে হতশ্রী পারফরম্যান্স দেশের দুই মহানগরের দলের। কলকাতা শুরুতে কয়েকটা ম্যাচ জিতে স্বপ্ন দেখিয়েছিল। মুম্বই আবার প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর জয়ের মুখ দেখেছে। এমন দুটো দলের লড়াই, যাদের জয় বা হার প্লে-অফের লড়াইয়ে কার্যত কোনও প্রভাবই ফেলবে না। তাই ম্যাচটা নিয়ম রক্ষার। কিন্তু মুখোমুখি যখন মুম্বই ও কলকাতা, লড়াইটা সম্মানেরও বটে। সেটাকে মাথায় রেখেই আজ ২২ গজের যুদ্ধে নামবে রোহিত ও শ্রেয়সের দল। ইতিহাস বলছে, দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। মুম্বই ইন্ডিয়ান্সের জয় ২২বার। ৮টি ম্যাচ জিতেছে নাইটরা।
ইতিহাসের মতই বর্তমান অবস্থাতেও এগিয়ে থেকেই মাঠে নামবে রোহিতের দল। মুম্বই ইন্ডিয়ান্স শেষ দুটি ম্যাচে জিতেছে। জয় গুলি এসেছে প্লে-অফের দৌড়ে থাকা রাজস্থান রয়্যালস ও প্লে-অফে জায়গা পাকা করা গুজরাত টাইটান্সকে হারিয়ে। তাই বাড়তি আত্মবিশ্বাস তাঁদের সঙ্গে থাকবে। ঈশান কিষান ও রোহিত শর্মার ব্যাটে রান এসেছে। তিলক বর্মা গোটা মরসুম জুড়ে দলকে ভরসা দিয়েছেন। সূর্যকুমার ফর্মে আছেন। টিম ডেভিড প্রয়োজন মত অবদান করছেন স্কোর বোর্ডে। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা বলছেন আর সপ্তাহ দুয়েক আগে এই ছন্দাটা পেয়ে গেলে টুর্নামেন্টের সব থেকে সফল দলের অবস্থা এতটা খারাপ হত না।
উল্টো দিকে থাকা কলকাতা নাইট রাইডার্স শেষ ম্যাচে লখনউ সুপার জায়েন্টেসর বিরুদ্ধে ৭৫ রানে হেরে মাঠ নামছে। প্লে-অফের স্বপ্ন যেমন শেষ হয়ে গেছে, তেমনই কাঁধ ঝুঁকে গেছে শ্রেয়সের দলের। ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসটাই নেই। তাই সমর্থকদের প্রশ্ন সম্মানের লড়াইয়ে তাঁদের দল কি লড়াই করতে পারবে? লিগ শেষ হতে চলল, কিন্তু এখনও একটা কম্বিনেশন তৈরি করতে পারলেন না ম্যাকালামরা। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, শ্রেয়সের হাতে মশলাও নেই। নাইট রাইডার্সের স্কোর বোর্ড গুলো দেখলে বোঝা যাবে, ব্যাট হাতে শ্রেয়স ও বল হাতে উমেশ ছাড়া বাকিদের পারফরম্যান্স নিয়ে আলোচনার কোনও অবকাশ নেই।
আরও পড়ুন : IPL 2022: বায়ো বাবল ভেঙে দেশে ফিরলেন পিঙ্ক আর্মির শিমরন হেটমায়ার, কেন জানেন?