LSG vs GT LIVE Score, IPL 2022: রাহুল-হার্দিক হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটমহল


Lucknow Super Giants vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাত টাইটান্স।

| Edited By: Kaustav Ganguly


May 10, 2022 | 6:30 PM

মুম্বই:  আজ আইপিএলে (IPL) এক বনাম দুইয়ের লড়াই। পুনেতে মুখোমুখি লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants) আর গুজরাত টাইটান্স (Gujarat Titans)। দুটো দলই আইপিএলে প্রথম বার খেলতে এসেছে। আর প্রথম বার খেলতে নেমেই চমকে দিয়েছে লখনউ আর গুজরাত। ১১ ম্যাচে দুই দলের ঝুলিতেই ১৬ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে লোকেশ রাহুলরা। আজ যে দল জিতবে, তাঁরাই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। গুজরাত দুরন্ত ছন্দে থাকলেও, শেষ দুটো ম্যাচ হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। মুম্বইয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। অন্যান্য দলগুলিও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। তাই প্লে অফ নিশ্চিত করতে মুখিয়ে গুজরাত টাইটান্স। অন্য দিকে লখনউয়ের নজরেও প্লে অফ। একই সঙ্গে প্রথম দুইয়ে থাকাও দুই দলের কাছে চ্যালেঞ্জ। যে দলই জিতবে, সেই দলই এ বারের আইপিএলে প্রথম প্লে অফে জায়গা করে নেবে। হাড্ডাহাড্ডি দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরাও।

Key Events

আজ নজরে কারা

লখনউয়ের ভরসা রাহুল, ডি’কক।

গুজরাতের অস্ত্র হার্দিক, সামি।

পয়েন্ট টেবিলে দুই দল

১১ ম্যাচে ১৬ পয়েন্টে শীর্ষে লখনউ

১১ ম্যাচে ১৬ পয়েন্টে দ্বিতীয় গুজরাত

LIVE Cricket Score & Updates

Leave a Reply