CSK vs MI, IPL 2022 Match Prediction: শেষ চেষ্টা করতে আজ রোহিতের মুম্বইয়ের মুখে নামবে ধোনির চেন্নাই
Chennai Super Kings vs Mumbai Indians Preview: এ বারের আইপিএলের (IPL 2022) ৫৯তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
মুম্বই: চলতি আইপিএলে (IPL 2022) দুই নতুন দলের দাপটে যেন কোথায় হারিয়ে গিয়েছে টুর্নামেন্টের সব থেকে সফল দুটো দল। লিগ টেবলের এক ও দুই নম্বরে জ্বলজ্বল করছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। আর পয়েন্ট টেবলের শেষ দুটো জায়গায় ধুঁকছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই এবং পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই রীতিমতো ফিকে এ বার। সিএসকে মাত্র ৪টি ম্যাচে জিতেছে। অন্যদিকে এখনও অবধি মাত্র ২টি ম্যাচে জিতেছেন রোহিতরা। দুই দলের হারের লিস্টটা বেশ লম্বা, ৭টি ম্যাচে হেরেছেন ধোনিরা। উল্টোদিকে থাকা রোহিতরা ৯টি ম্যাচে হারের মুখ দেখেছেন। প্লে অফের দৌড় থেকে মুম্বই ছিটকে গেলেও এখনও আশা রয়েছে চেন্নাইয়ের। অঙ্কের হিসেব জটিল বললেও শেষ চেষ্টা করবেই ধোনির দল। মুম্বইয়ের কাছে বাকি থাকা প্রতিটা ম্যাচই সম্মান রক্ষার। এ ছাড়া প্রথম পর্বের সাক্ষাতে মায়ানগরীর দলকে ৩ উইকেটে হারিয়েছিল ধোনির ইয়েলোব্রিগেড। ফলে তীরে এসে তরি ঠেকে গেলেও মুম্বইয়ের কাছে এই ম্যাচ বদলার।
এই দুই দল ২২ গজে মুখোমুখি হলেই একটা বাড়তি উত্তেজনা থাকে। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ৩৩ বার মুখোমুখি হয়েছে চেন্নাই ও মুম্বই। যার মধ্যে দাপটের সঙ্গে ১৯ বার জিতেছে মুম্বই। আর ১৪ বার জিতেছে চেন্নাই। তবে এ বারের অবস্থাটা আলাদা। শ্রেয়সের কেকেআরের কাছে বড় ব্যবধানে শেষ ম্যাচে হেরেছিলেন রোহিতরা। জসপ্রীত বুমরার ৫ উইকেটও কোনও কাজে দেয়নি। অন্যদিকে দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে দাপটের সঙ্গে জিতেছিল সিএসকে। যার ফলে রোহিতদের বিরুদ্ধে নামার আগে অনেকটা বেশি আত্ববিশ্বাসী ধোনির দল।
ওয়াংখেড়েতে মুখোমুখি হবে চেন্নাই-মুম্বই। ওই পিচে বেশ ভালো রান ওঠারই সম্ভাবনা রয়েছে। মুম্বই যেমন চোটের কারণে দলের নির্ভরযোগ্য প্লেয়ার সূর্যকুমার যাদবকে পাবে না, তেমনই চেন্নাইও তাঁদের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে চেন্নাইয়ের বাকি ম্যাচগুলোতে নাও পেতে পারে। আরসিবির বিরুদ্ধে পাওয়া চোটে কাবু জাড্ডু। গত ম্যাচে চেন্নাইয়ের ওপেনিং জমিয়েছিলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গায়কোয়াড়। সেই ধামাকা দেখার অপেক্ষায় ওয়াংখেড়ে। উইনিং কম্বিনেশন না ভেঙেই নামতে পারে চেন্নাই। অন্যদিকে হিসেব নিকেশ কষে সম্মান বাঁচানোর লক্ষ্যে নামবে মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।