পাঁচ বারের চ্যাম্পিয়ন মালেশিয়াকে (Malaysia) ৩-২ ব্যবধানে হারিয়ে থমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত (India)। ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটালেন কিদাম্বি শ্রীকান্তরা। সেমিফাইনালে ভারত পৌঁছে যাওয়ায় আপাতত ব্রোঞ্জ পদক নিশ্চিত। এ বার শেষ চারের লড়াইয়ে ডেনমার্কের মুখে নামবে ভারতীয় পুরুষ দল।
May 13, 2022 | 9:16 AM
Most Read Stories