Thomas Cup 2022: ৪৩ বছরের অপেক্ষার অবসান, থমাস কাপে পদক নিশ্চিত ভারতের


পাঁচ বারের চ্যাম্পিয়ন মালেশিয়াকে (Malaysia) ৩-২ ব্যবধানে হারিয়ে থমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে পৌঁছে গেল ভারত (India)। ৪৩ বছরের অপেক্ষার অবসান ঘটালেন কিদাম্বি শ্রীকান্তরা। সেমিফাইনালে ভারত পৌঁছে যাওয়ায় আপাতত ব্রোঞ্জ পদক নিশ্চিত। এ বার শেষ চারের লড়াইয়ে ডেনমার্কের মুখে নামবে ভারতীয় পুরুষ দল।


May 13, 2022 | 9:16 AM

| Edited By: Sanghamitra Chakraborty

May 13, 2022 | 9:16 AM




কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ভারতের লক্ষ্য সেন হার দিয়ে শুরু করেন। বিশ্বের নয় নম্বরে থাকা লক্ষ্য মালেশিয়ার লি জি জিয়ার কাছে ৪৬ মিনিটের লড়াইয়ে ২৩-২১, ২১-৯ ব্যবধানে হারেন। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ভারতের লক্ষ্য সেন হার দিয়ে শুরু করেন। বিশ্বের নয় নম্বরে থাকা লক্ষ্য মালেশিয়ার লি জি জিয়ার কাছে ৪৬ মিনিটের লড়াইয়ে ২৩-২১, ২১-৯ ব্যবধানে হারেন। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি ২১-১৯, ২১-১৫ ব্যবধানে হারান গোহ জে ফেই ও নুর ইজুদ্দিনকে। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

তবে দ্বিতীয় ম্যাচে ভারতীয় ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি ২১-১৯, ২১-১৫ ব্যবধানে হারান গোহ জে ফেই ও নুর ইজুদ্দিনকে। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

এরপর তৃতীয় ম্যাচে ভারতকে ফের এগিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদাম্বি শ্রীকান্ত। মালেশিয়ার এনজি জে ইয়ংকে ২১-১১, ২১-১৭ ব্যবধানে হারিয়ে শ্রীকান্ত ভারতকে ২-১ এগিয়ে দেন। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

এরপর তৃতীয় ম্যাচে ভারতকে ফের এগিয়ে দেন বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদাম্বি শ্রীকান্ত। মালেশিয়ার এনজি জে ইয়ংকে ২১-১১, ২১-১৭ ব্যবধানে হারিয়ে শ্রীকান্ত ভারতকে ২-১ এগিয়ে দেন। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

তবে চতুর্থ ম্যাচে গিয়ে আবার হারে ভারত। মালেশিয়ার অ্যারন চিয়া এবং তিয়ো এই জুটি ২১-১৯, ২১-১৭ গেমে হারিয়ে দেন ভারতীয় শাটলার জুটি কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়কে। তবে তখনও টিকে ছিল ভারতের আশা। ২-২ অবস্থায় থাকা ম্যাচের শেষ টাইয়ে ৩৯ মিনিটের লড়াইয়ে এইচএস প্রণয় ২১-১৩, ২১-৮ গেমে হারিয়ে দেন লিয়ং জুন হাওকে। (ছবি-অলিম্পিক খেল টুইটার)

তবে চতুর্থ ম্যাচে গিয়ে আবার হারে ভারত। মালেশিয়ার অ্যারন চিয়া এবং তিয়ো এই জুটি ২১-১৯, ২১-১৭ গেমে হারিয়ে দেন ভারতীয় শাটলার জুটি কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়কে। তবে তখনও টিকে ছিল ভারতের আশা। ২-২ অবস্থায় থাকা ম্যাচের শেষ টাইয়ে ৩৯ মিনিটের লড়াইয়ে এইচএস প্রণয় ২১-১৩, ২১-৮ গেমে হারিয়ে দেন লিয়ং জুন হাওকে। (ছবি-অলিম্পিক খেল টুইটার)






Most Read Stories


Leave a Reply