IPL 2022 Orange Cap: জানুন কমলা টুপির লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন কারা


IPL 2022 Orange Cap: জানুন কমলা টুপির লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

আইপিএল-২০২২ এর ৬০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

কলকাতা: আজ, শনিবার চলতি আইপিএলের (IPL 2022) ৬১তম ম্যাচে পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের কেকেআর (KKR) ও কেন উইলিয়ামসনের হায়দরাবাদ (SRH)। শুক্রবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফাফ দু’প্লেসির আরসিবি ও মায়াঙ্ক আগওয়ালের পঞ্জাব। ওই ম্যাচের পর পঞ্জাবের ওপেনার শিখর ধাওয়ান ঢুকে পড়েছেন কমলা টুপির দৌড়ে প্রথম ৫-এ। তবে এখনও এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের মাথায়। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬০টি ম্যাচ হয়েছে। টুর্নামেন্ট শেষের দিকে চলে এসেছে। প্রতি বছর আইপিএলের সব থেকে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। এ বছর যে ছবি দেখা যাচ্ছে তাতে অরেঞ্জ ক্যাপে কাউকেই হাত দিতে দিচ্ছেন না বাটলার। ফলে তিনিই হতে পারেন আইপিএল-১৫-র অরেঞ্জ ক্যাপের মালিক।

আইপিএল-২০২২ এর ৬০টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) এ বারের আইপিএলের ৬০টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১২টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৬২৫ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।

২) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১২টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫৯ রান। সর্বোচ্চ ১০৩* রান।

৩) কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। এখনও অবধি এ বারের আইপিএলের ১০টি ম্যাচে খেলে ওয়ার্নার করেছেন ৪২৭ রান। সর্বোচ্চ ৯২*।

৪) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৪০২ রান করেছেন ধাওয়ান। সর্বোচ্চ ৮৮* রান।

এই খবরটিও পড়ুন



৫) কমলা টুপির দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ দু’প্লেসি (Faf Du Plessis)। চলতি আইপিএলে এখনও অবধি ১৩টি ম্যাচে খেলে ৩৯৯ রান করেছেন আরসিবির অধিনায়ক ফাফ। সর্বোচ্চ ৯৬ রান।

Leave a Reply