KKR vs SRH LIVE Score, IPL 2022: টসে জিতে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করবে শ্রেয়সের কেকেআর


  • 14 May 2022 07:14 PM (IST)

    শ্রেয়সের আজ মাইলস্টোন ম্যাচ

    আজ আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে খেলতে চলেছেন শ্রেয়স আইয়ার।

  • 14 May 2022 07:11 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো জ্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 14 May 2022 07:05 PM (IST)

    কেকেআরের প্রথম একাদশ

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

  • 14 May 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নাইট নেতা শ্রেয়স আইয়ারের।

  • 14 May 2022 06:55 PM (IST)

    নিজামের শহরের দলের বিরুদ্ধে আজ কি জ্বলে উঠবে শ্রেয়সের ব্যাট?

    হায়দরাবাদের বিরুদ্ধে কি বড় রান করতে পারবেন নাইট নেতা শ্রেয়স? তিনি তো তৈরি, তাঁর রানের ব্যাপারটা সময়ই বলবে।

  • 14 May 2022 06:40 PM (IST)

    মিশন নাইটের জন্য রওনা দিল অরেঞ্জ আর্মি

    আর কিছুক্ষণ পর এমসিএতে নাইটদের বিরুদ্ধে নামবেন উইলিয়ামসনরা।

  • 14 May 2022 06:36 PM (IST)

    আর কিছুক্ষণ পর আইপিএলের ম্যাচে মুখোমুখি কেকেআর-হায়দরাবাদ

    পুনের পথে রওনা দিলেন নাইটরা।

  • 14 May 2022 06:34 PM (IST)

    প্রথম পর্বের সাক্ষাতের ফল

    এ বারের আইপিএলের প্রথম পর্বের সাক্ষাতে ৭ উইকেটে কেকেআরকে হারিয়েছিল হায়দরাবাদ। ব্যাট হাতে আগুন ঝরিয়েছিলেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী। ফলে কেকেআরের কাছে আজকের ম্যাচ বদলার।

  • 14 May 2022 06:33 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২২ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৪ বার, আর ৮ বার জিতেছে হায়দরাবাদ।



  • Leave a Reply