CSK vs GT LIVE Score, IPL 2022: টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের নেতা ধোনির


Chennai Super Kings vs Gujarat Titans Live Score in Bangla: দেখুন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম গুজরাত টাইটান্স (Gujarat Titans) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স।

| Edited By: Sanghamitra Chakraborty


May 15, 2022 | 3:07 PM

Key Events

আজ নজরে কারা

চেন্নাইয়ের ভরসা কনওয়ে, ঋতুরাজ, মইন।

গুজরাতের আস্থা হার্দিক, শুভমন, সামি।

পয়েন্ট টেবিলে দুই দল

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত টাইটান্স।

১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে সিএসকে

LIVE Cricket Score & Updates

  • 15 May 2022 03:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মুম্বই: ভারতীয় টিমের ভবিষ্যতের নেতা কে হতে পারেন? তালিকায় আর যেই থাকুন না কেন, হার্দিক পান্ডিয়া নেই! অথচ এ বারের আইপিএলে (IPL 2022) তাঁর টিমই দুরন্ত পারফর্ম করছে। ১২ ম্য়াচে ১৮ পয়েন্ট অ্যাকাউন্টে। যার অর্থ হল মাত্র তিনটে ম্যাচে হেরেছে টিম। প্লে-অফ আগেই নিশ্চিত করেছে ফেলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আজ জিতে লিগ টেবলের ২ নম্বর জায়গাটা পাকা করে ফেলতে চাইছেন হার্দিকরা। মহেন্দ্র সিং ধোনির টিমের হাল এ বার বেশ খারাপ। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আগের ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সিএসকে। গুজরাতের বিরুদ্ধে তারাও জয়ই লক্ষ্য করছে। যাতে সম্মানজনক জায়গায় থেকে আইপিএল শেষ করতে পারে গতবারের চ্যাম্পিয়নরা।

Published On – May 15,2022 2:30 PM

Leave a Reply