IPL 2022: ঋদ্ধির চওড়া ব্যাটে জয়ের ধারা অব্যাহত গুজরাতের


ঋদ্ধিমান সাহা।

ছবি: টুইটার

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে চেন্নাই সুপার কিংস। সামি, হার্দিক, আলজারি যোশেফদের টাইট বোলিংয়ের সুবাদে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি চেন্নাই। ৪৯ বলে ৫৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জগদীশান ৩৯ রানে অপরাজিত থাকেন।

মুম্বই: আইপিএলে (IPL 2022) প্রথম বার খেলতে নেমেই দাপুটে পারফরম্যান্স মেলে ধরেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই (Chennai Super Kings) বনাম গুজরাত ম্যাচটা ছিল নেহাতই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও ধোনিদের হারিয়ে দিলেন হার্দিক পান্ডিয়ারা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল গুজরাত টাইটান্স। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত হয়ে গেল। আলজারি যোশেফ, মহম্মদ সামিদের আঁটোসাটো ব্যাটিংয়ের পর ঋদ্ধিমান সাহার দুরন্ত ব্যাটিং। সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য বাংলার দল নির্বাচন। গ্রুপ পর্বে নিজে থেকেই সরে দাঁড়িয়েছিলেন। নক আউটে খেলার কথা আগেই জানিয়েছিলেন ঋদ্ধি। তবে তিনি খেলবেন কিনা, তা এখনও জানা যায়নি। তার আগেই ব্যাট হাতে জ্বলে উঠলেন পাপালি। ধোনিদের বিরুদ্ধে ৬৭ রানে অপরাজিত থাকলেন ঋদ্ধিমান সাহা। সমালোচকদের মুখ ফের এক বার বন্ধ করে দিলেন বাংলার উইকেটকিপার।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করে চেন্নাই সুপার কিংস। সামি, হার্দিক, আলজারি যোশেফদের টাইট বোলিংয়ের সুবাদে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেনি চেন্নাই। ৪৯ বলে ৫৩ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জগদীশান ৩৯ রানে অপরাজিত থাকেন। ২১ রান করেন মইন আলি। বাকি ব্যাটাররা কেউই সে ভাবে রান পাননি। নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় প্রথম একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে থাকেন ঋদ্ধিমান সাহা আর শুভমন গিল। ঋদ্ধি-শুভমন ওপেনিং জুটিতে ওঠে ৫৯ রান। গিল আউট হন ১৮ রানে। ম্যাথু ওয়েড করেন ২০ রান। হার্দিক পান্ডিয়া আউট হন ৭ রানে। গিল আর হার্দিকের উইকেট নেন নবাগত মাথিসা পাথিরানা। লাসিথ মালিঙ্গাকে মনে করালেন পাথিরানা। তবে গুজরাতের ইনিংসে একা প্রাচীর হয়ে দাঁড়ান ঋদ্ধিমান সাহা। ৬৭ রানে অপরাজিত থাকেন ঋদ্ধি। ইনিংসে সাজানো ৮টা চার আর ১টা ছয়। শেষ ম্যাচও নিয়মরক্ষার। আর সেটা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চায় গুজরাত। বলা বাহুল্য, ইডেনে আসার আগে সিএবি-র এক ‘বিশেষ কর্তা’কে সতর্ক করে রাখল ঋদ্ধির চওড়া ব্যাট।

আরও পড়ুন: Andrew Symonds: অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকাহত হরভজন-গিলক্রিস্টরা



Leave a Reply