পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস।
Punjab Kings vs Delhi Capitals Preview: আইপিএলে প্রথম সাক্ষাতে পঞ্জাবকে ৯ উইকেটে হারায় দিল্লি। কুলদীপ যাদবদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেননি ময়াঙ্করা। ধাওয়ানদের কাছে এ বারের ম্যাচ বদলার। ৩০ বারের মুখোমুখি সাক্ষাতে ১৫ বার জিতেছে দিল্লি। বাকি ১৫ বার জিতেছে পঞ্জাব। বলাই বাহুল্য, আজ যে জিতবে তারাই এগিয়ে যাবে।
মুম্বই: আইপিএলে (IPL 2022) আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সামনে পঞ্জাব কিংস (Punjab Kings)। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। পঞ্জাব আর দিল্লি- দুই দলের কাছেই আইপিএলের প্লে অফে ওঠার সুযোগ রয়েছে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে পঞ্জাবের ঝুলিতে ১২ পয়েন্ট। প্রীতির দল রয়েছে সাত নম্বরে। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পঞ্জাব। প্লে অফের টিকিট জোগাড়ের জন্য দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। তবে দিল্লি জিতলে পয়েন্ট টেবিলের অনেকটাই পরিবর্তন হবে। পয়েন্টের বিচারে বিরাট কোহলিদের ছুঁয়ে ফেলবেন ঋষভ পন্থরা। রান রেটের বিচারে ডুপ্লেসিদের চেয়ে অনেকটাই ভালো জায়গায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচ জিতে আত্মবিশ্বাসও তুঙ্গে ডেভিড ওয়ার্নারদের। পঞ্জাবদের হারালেই প্লে অফের দোরগোড়ায় পৌঁছে যাবে দিল্লি।
আইপিএলে প্রথম সাক্ষাতে পঞ্জাবকে ৯ উইকেটে হারায় দিল্লি। কুলদীপ যাদবদের ঘূর্ণিতে দাঁড়াতেই পারেননি ময়াঙ্করা। ধাওয়ানদের কাছে এ বারের ম্যাচ বদলার। ৩০ বারের মুখোমুখি সাক্ষাতে ১৫ বার জিতেছে দিল্লি। বাকি ১৫ বার জিতেছে পঞ্জাব। বলাই বাহুল্য, আজ যে জিতবে তারাই এগিয়ে যাবে।
জনি বেয়ারস্টো ছন্দে ফেরায় স্বস্তিতে পঞ্জাব ব্রিগেড। ওপেনিংয়ে ফিরতেই ছন্দে ফিরেছেন বেয়ারস্টো। পরপর দুটো ম্যাচে তিনি বড় রান করেন। শিখর ধাওয়ান প্রস্তুত পুরনো দলের বিরুদ্ধে রানে ফিরতে। তবে পঞ্জাবের অস্ত্র লিয়াম লিভিংস্টোন। ইংলিশ অলরাউন্ডার দুরন্ত খেলছেন। আরসিবির বিরুদ্ধেও ঝোড়ো ইনিংস দেখা গিয়েছিল তাঁর ব্যাট থেকে। একই সঙ্গে দলের বোলাররাও বেশ আত্মবিশ্বাসী। কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রাররা বেশ ছন্দে আছেন। দিল্লির ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে তৈরি পঞ্জাবের বোলাররা।
অন্যদিকে দিল্লি ক্যাপিটালস আত্মবিশ্বাসের শিখরে। পৃথ্বী শ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে খেলানোর ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন মিচেল মার্শ। দিল্লি শিবিরে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছেন অজি অলরাউন্ডার। বল হাতে ঝলসে ওঠার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছিলেন গত ম্যাচে। ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরাও পঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া। এই ম্যাচটা জিতলেই সমস্ত হিসেব উল্টে যাবে। তাই জয়ের ধারা বজায় রাখতে তৎপর দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে শার্দূল ঠাকুর, নর্টজে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়াদের কাছেও থাকছে চ্যালেঞ্জ।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।