এএফসি কাপের শুরুতেই ধাক্কা, গোকুলামের কাছে ধরাশায়ী মোহনবাগান


Published by: Krishanu Mazumder |    Posted: May 18, 2022 6:30 pm|    Updated: May 18, 2022 6:30 pm

গোকুলাম-৪  মোহনবাগান-২
(লুকা-২, রিশাদ, জিথিন) (প্রীতম, লিস্টন)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘের উপর দিয়ে হাঁটছে গোকুলাম কেরালা। শনিবার মহামেডান স্পোর্টিংকে হারিয়ে আই লিগ জেতে কেরলের দল। বুধবার এএফসি কাপের প্রথম ম্যাচেই মোহনবাগানকে মাটি ধরাল তারা। গোকুলামের স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকা ম্যাজসেন মোহনবাগানকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলেন। বারংবার সবুজ-মেরুনের ডিফেন্স ভাঙল সদ্য আই লিগ জয়ী দল। 

শ্রীলঙ্কার ব্লু স্টার ও বাংলাদেশের আবাহনীকে উড়িয়ে দিয়ে এএফসি কাপের মূলপর্বে পৌঁছেছিল জুয়ান ফেরান্দোর দল। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়েই গুরুত্বপূর্ণ। এএফসি কাপের প্রথম ম্যাচেই দুদ্দাড়িয়ে শুরু করল গোকুলাম। চার-চারটে গোল হজম করতে হল অমরিন্দরকে। অথচ খেলার শুরু কিন্তু অন্য ইঙ্গিত দিয়েছিল। রয় কৃষ্ণ বিপজ্জনক হয়ে দেখা দিয়েছিলেন। শুরুতেই অন্তত দু’ গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। একবার বাঁ দিক থেকে ক্রস ঠিকমতো কানেক্ট করতে পারলেন না কৃষ্ণ। আর ১৭ মিনিটে তাঁর প্লেস গোকুলামের পোস্টে লেগে ফিরে আসে। বিরতির ঠিক আগে মোহনবাগান বড় ধাক্কা খায়। লুকা ম্যাজসেনকে ট্যাকল করতে গিয়ে চোট পান তিরি। উঠে যেতে হয় তাঁকে। নামেন আশুতোষ। তাঁকে দ্বিতীয়ার্ধে তুলে নিতে বাধ্য হন ফেরান্দো। কিন্তু তিরির উঠে যাওয়া মোহনবাগানের ডিফেন্সে হাঙরের হাঁ তৈরি করল। বন্যার জল যেমন ঢোকে ঠিক তেমনি গোকুলামের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে। এভাবেই গোলের পর গোল করে গেল গোকুলাম। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply