Image Credit source: SAI Media Twitter
Nikhat Zareen: ইস্তানবুলে বিশ্ব মিটে নিখাতকে নিখুঁত পারফর্ম করতে দেখে অনেকে সোনা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। রিংয়ে আগ্রাসী বাউটে সেই প্রত্যাশা মেটালেন তিনি।
কলকাতা: সোনার স্বপ্ন মুঠোয় পুরে ফেললেন নিখাত জারিন (Nikhat Zareen)। মেয়েদের বিশ্ব বক্সিং মিটে সোনা (Women’s World Boxing Championships) জিতলেন ভারতের মেয়ে। ৫২ কেজি বিভাগে হারালেন তাইল্যান্ডের জিটপং জুটামাসকে (Jitpong Jutamas)। ইস্তানবুলে বিশ্ব মিটে নিখাতকে নিখুঁত পারফর্ম করতে দেখে অনেকে সোনা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। রিংয়ে আগ্রাসী বাউটে সেই প্রত্যাশা মেটালেন তিনি। প্রতিপক্ষকে ৫-০ হারালেন নিখাত। ফলাফল থেকেই পরিষ্কার, বিপক্ষকে দাঁড়াতেই দেননি। বিশ্ব মিটের শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। ফাইনালেও উঠেছিলেন অ্যাটাকিং স্ট্র্যাটেজি নিয়েই। ফাইনালেও হায়দরাবাদের বক্সারকে থামানো গেল না। চলতি বছর স্বপ্নের ফর্মে আছেন নিখাত।
ONE FOR THE HISTORY BOOKS ✍️ ?
⚔️@nikhat_zareen continues her golden streak (from Nationals 2021) & becomes the only 5️⃣th ??woman boxer to win?medal at World Championships?
Well done, world champion!??♂️?@AjaySingh_SG#ibawwchs2022#IstanbulBoxing#PunchMeinHaiDum#Boxing pic.twitter.com/wjs1mSKGVX
— Boxing Federation (@BFI_official) May 19, 2022
এর আগে মেরি কম (Mary Kom) ৬বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্ব মিট থেকে সোনা জিতেছেন সরিতা দেবী, জেনি আরএল ও লেখা সি। পঞ্চম ভারতীয় বক্সার হিসেবে বিশ্ব মিট থেকে সোনা জিতলেন নিখাত জারিন। মেয়েদের বক্সিংকে ভারতের জনপ্রিয় করেছিলেন মেরিই। ২০০২ সালে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। তার পর ২০০৫, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। সে দিক থেকে দেখলে, মেরি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চার বছর পর আবার কোনও ভারতীয় বিশ্ব মিটে সফল হলেন। ২০১৬ সালে আন্তর্জাতিক আঙিনায় পা দেন নিখাত। পাঁচ বছর পর সোনা জিতে ফেললেন। চ্যাম্পিয়ন হওয়ার পর কেঁদে ফেলেছিলেন নিখাত। একটা সময় বক্সিং সার্কিটে প্রতিবাদ করেছিলেন। এক তারকা বক্সারকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু রিংয়ের মধ্যে যে ফোকাসড ছিলেন, সামান্য সুযোদ পেলেও নিজেকে মেলে ধরতে পারেন, তা প্রমাণ করে দিলেন।
প্রায় ১২ বছর বক্সিং করছেন। সাধারণ পরিবার থেকে উঠে আসা নিখাতকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে নিজের পছন্দের খেলা বক্সিং ধরে রাখার জন্য। চার বোনের তৃতীয় নিখাত অবশ্য পরিবারকে পাশে পেয়েছেন। বাবা মহম্মদ জামিল আহমেদ, মা পরভীন সুলতানা বিশ্বাস করতেন, তাঁদের মেয়ে রিংয়ে সাফল্য পেতে পারেন। কোচ শামসেরউদ্দিনের হাত ধরেই উঠে আসা। নিজামাবাদে নিজের বক্সিং অ্যাকাডেমিতেই ট্রেনিং করিয়েছেন নিখাতকে। ১৩ বছর বয়সে বক্সিংয়ে পা। ২০১০ সালে রাজ্য চ্যাম্পিয়নশিপে সোনা জিতে চমকে দিয়েছিলেন। তাঁর আগ্রাসী মনোভাবই সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন কোচ।