লাহোরের ট্রেনিং সেন্টারে ভাইকে নিয়ে তীব্র বিতর্কে পাক তারকা


Babar Azam: লাহোরের ট্রেনিং সেন্টারে ভাইকে নিয়ে তীব্র বিতর্কে পাক তারকা

পাকিস্তান বোর্ডের নিয়মে দেশের হয়ে খেলা ক্রিকেটাররা, ফার্স্ট ক্লাস খেলা এবং জুনিয়র ক্রিকেটাররা লাহোরের হাইপারফরম্যান্স সেন্টারে ট্রেনিং নিতে পারেন। তাও বোর্ডের অনুমতি সাপেক্ষ। সেই নিয়ম ভেঙে ফেললেন কোন পাক তারকা?

লাহোর: ভাইকে হাইপারপরম্যান্স সেন্টারে নিয়ে আসা শুধু নয়, ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই সমালোচনার মুখে পড়তে হল পাকিস্তানের (Pakistan) ক্যাপ্টেন বাবর আজমকে (Babar Azam)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দেশের ক্যাপ্টেন হওয়ার সুবিধা নিচ্ছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) নিয়মকে তোয়াক্কা না করেই ভাইকে দেশের সেরা ট্রেনিং সেন্টারে প্র্যাক্টিস করার সুযোগ করে দিয়েছেন। আর তা জানার পরই পিসিবির তরফে যোগাযোগ করা হয় বাবরের সঙ্গে। তাঁকে নরম ভাবে বলা হয়েছে, আর কখনও যেন হাইপরফরম্যান্স ট্রেনিং সেন্টারে ভাইকে প্র্যাক্টিসে না নিয়ে আসেন। বাবরের ভাই সফির এমন কিছু ক্রিকেটার নন। দেশের হয়ে এখনও খেলেননি। শুধু তাই নয়, ঘরোয়া ক্রিকেটেও আহামরী কিছু করেননি। ভিডিওতে দেখা গিয়েছে, সেই তিনিই নেটে ব্যাটিং করছেন। তাঁকে বল করছেন পাকিস্তান টিমের পেসার শাহনওয়াজ দাহানি। দাদা দেশের ক্যাপ্টেন হওয়ার জন্য তিনি কেন এই সুবিধা পাবেন, তাই নিয়েই উঠছে প্রশ্ন।

পাকিস্তান বোর্ডের নিয়ম অনুযায়ী, পাকিস্তানের হয়ে খেলা ক্রিকেটাররা, ফার্স্ট ক্লাস খেলা এবং জুনিয়র ক্রিকেটাররা লাহোরের হাইপারফরম্যান্স সেন্টারে ট্রেনিং নিতে পারেন। তাও বোর্ডের অনুমতি সাপেক্ষ। একই সঙ্গে এও বলা আছে, পাকিস্তানের হয়ে খেলা কোনও ক্রিকেটার তাঁর আত্মীয় কিংবা বন্ধুদের ট্রেনিংয়ে নিয়ে আসতে পারবেন না। এই নিয়ম অত্যন্ত কড়া হাতে সামলানো হয়। সেই নিয়মই ভেঙেছেন বাবর, ভাই সফিরকে নিয়ে এসে। এ ক্ষেত্রে কড়া মনোভাব রাখলেও তিন ফর্ম্যাটেই দেশের ক্যাপ্টেন বলে তাঁকে নরম ভাবেই নিয়ম মানতে বলা হয়েছে।

বোর্ডের এক কর্তা বলছেন, ‘তিন-চার দিন আগে বাবর ওর ভাইকে নিয়ে হাইপারফরম্যান্স সেন্টারে ট্রেনিংয়ে নিয়ে এসেছিল। পাকিস্তানের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে কয়েক দিনের মধ্যে। তার আগে এমনটা ঘটেছে। শুধু তাই নয়, ওর ভাই নেটে ব্যাটও করেছে। এই ব্যাপারটা বোর্ডের নজরে এসেছে। ও আমাদের দেশের ক্যাপ্টেন। এই ব্যাপারটা নরম ভাবেই সামলানো হয়েছে। ওকে ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে। ও নিজের ভুল বুঝতে পেরেছে।’

Leave a Reply