PGA Championship: পিজিএতে নামার আগেই টাইগার উডসের সঙ্গে ট্রেনিং বাংলার অনির্বাণের


PGA Championship: পিজিএতে নামার আগেই টাইগার উডসের সঙ্গে ট্রেনিং বাংলার অনির্বাণের

Image Credit source: Twitter

পিজিএ-র মতো কঠিন প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরার আগে টাইগারের সঙ্গে কোর্সে ট্রেনিং ভীষণ ভাবে কাজে লাগবে তাঁর। তবে এর আগেও কিংবদন্তি গল্ফারের সঙ্গে ট্রেনিং করেছেন তিনি।

নিউ ইয়র্ক: পিজিএ চ্যাম্পিয়নশিপের (PGA Championship) আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও প্রেরণা দুই-ই পেয়ে গেলে ভারতীয় গল্ফার অনির্বাণ লাহিড়ি (Anirban Lahiri)। কিংবদন্তি গল্ফার টাইগার উডসের (Tiger Woods) সঙ্গে ট্রেনিং করার সুযোগ পেলেন বাংলার ছেলে। প্রায় তিন বছর পর কোনও মেজর টুর্নামেন্টে নামছেন অনির্বাণ। পিজিএ-র মতো কঠিন প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরার আগে টাইগারের সঙ্গে কোর্সে ট্রেনিং ভীষণ ভাবে কাজে লাগবে তাঁর। তবে এর আগেও কিংবদন্তি গল্ফারের সঙ্গে ট্রেনিং করেছেন তিনি। ২০১৪ সালে দিল্লিতে এসেছিলেন ইন্ডিয়ান ওপেনের অতিথি হিসেবে। তখন একই সঙ্গে ট্রেনিং করেছিলেন। তবে তার সঙ্গে এ বারের কোনও মিল খুঁজে পাওয়া যাবে না। ঘটনা হল, ট্রেনিংয়ে নামার আগে খোদ টাইগারই জিজ্ঞেস করেছিলেন অনির্বাণকে, তিনি তাঁর সঙ্গে প্র্যাক্টিস করবেন কিনা।

১৫বার মেজর জেতা গল্ফার টাইগার কী বলেছিলেন অনির্বাণকে? বাঙালি গল্ফার বলছেন, ‘আমি প্রথম টি-টা নেওয়ার জন্য এগোচ্ছিলাম। আরও বেশ কিছু প্লেয়ার ছিল সেখানে। আমার আগে বাকিদের নেওয়া হয়ে গিয়েছিল। টি-টা নিতে যাওয়ার সময় লক্ষ্য করি, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে টাইগার উডসও। ও-ও টি নেবে। আমি একটু ইতঃস্তত করছিলাম। কিন্তু টাইগার আমাকে বলে, চলো একসঙ্গে টি নিই। ওর মতো কিংবদন্তির প্রস্তাব পেয়ে আর আমার পক্ষে না বলার কোনও জায়গাই ছিল না।’

মোট ন’টা হোল খেলার পর টাইগার চলে যান। অনির্বাণও ন’টা হোল মারেন। পরে অনিবার্ণ বলেছেন, ‘দিনটা সত্যিই মজার আর আকর্ষণীয় ছিল। সত্যি কথা বলতে কী, গত কয়েক দিন আমি সে ভাবে ঘুমোতে পারিনি। সকালে উঠে একটা সাধারণ প্র্যাক্টিসের জন্য কোর্সে এসেছিলাম। টাইগার যে মেজরেই খেলতে নামে, সেখানে লোকজন ওকে ঘিরে থাকে। ওর মতো তারকাকেই দেখতে চাই।’

২০১৬ সাল থেকে যতবার পিজিএ ট্যুরে অংশ নিয়েছেন, ততবার টাইগারকে সামনে থেকে দেখার সুযোগ মিলেছে। ৮২বার পিজিএ জেতা টাইটারকে নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ করে অনির্বাণ বলেছেন, ‘যতবার ওর সঙ্গে দেখা হয়, আমরা হাই-হ্যালো করি, টুকটাক কথা বলি। তবে ওর সঙ্গে খুব বেশি গল্ফ খেলার সুযোগ পাইনি। ওর সঙ্গেই নাইন হোল খেলার সুযোগ পাওয়াটা নিশ্চিত ভাবেই একটা মজার দিক। টাইগার এক দিকে যেমন সুপার রিল্যাক্সড, তেমনই বন্ধুর মতো ব্যবহার। ও অর্জুন অটওয়াল, জিভ মিলখা সিং, হিরো মটোকোর্প নিয়ে কথা বলে।’

Leave a Reply