জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
আগামীকাল, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) গ্রুপ পর্বের শেষ ম্যাচে (৭০তম ম্যাচে) ওয়াংখেড়েতে মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)।
মুম্বই: আগামীকাল, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) গ্রুপ পর্বের শেষ ম্যাচে (৭০তম ম্যাচে) ওয়াংখেড়েতে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। এই দুই দলই প্লে অফের দৌড়ের বাইরে রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অরেঞ্জ আর্মি পাবে না তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তিনি তাঁর সন্তানের জন্মের জন্য নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন। ফলে নজর থাকবে রবিরাতে হায়দরাবাদের ক্যাপ্টেন্সি সামলান কে, সেদিকেও। এখনও অবধি এ বারের আইপিএলে ১৩টি ম্যাচে খেলেছে হায়দরাবাদ ও পঞ্জাব। দুই দলই নিজেদের ৬টি ম্যাচে করে ম্যাচে জিতেছে ও ৭টি ম্যাচে হারের মুখ দেখেছে। দুই দলের পয়েন্ট ১২ করে। পঞ্জাবের নেট রান রেট -০.০৪৬। হায়দরাবাদের নেট রান রেট -০.২৩০। লিগ টেবলে হায়দরাবাদ রয়েছে ৮ নম্বরে। পঞ্জাব আছে ৭ নম্বরে। ওয়াংখেড়েতে সুপার সানডে-র মেগা ম্যাচে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে হায়দরাবাদ ও পঞ্জাব। তার মধ্যে দাপটের সঙ্গে ১৩ বার জিতেছে হায়দরাবাদ এবং ৬ বার জিতেছে পঞ্জাব।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (২২ মে) আগামীকাল, রবিবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।
পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।