রিয়াল মাদ্রিদে সই করলেন না ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পিএসজিতেই (PSG) ফের তিন বছরের জন্য চুক্তি বাড়ালেন এমবাপে। লিগ ওয়ানের শেষ ম্যাচে মেটজের বিরুদ্ধে ম্যাচের আগে এমবাপে জানিয়ে দেন, ফ্রান্সে, প্যারিসে নিজের শহরে থাকতে পেরে তিনি খুশি। ২০২৫ সাল অবধি এমবাপের ঠিকানা রইল পিএসজি। কিছুদিন আগে মাদ্রিদে দেখা গিয়েছিল এমবাপেকে। তখন স্বাভাবিকভাবেই জল্পনা বেড়ে গিয়েছিল, যে তিনি হয়তো এ বার রিয়াল জার্সিতে খেলবেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন এমবাপে।
May 22, 2022 | 3:35 PM
Most Read Stories