GT vs RR LIVE Score, IPL 2022: ক্রিকেটের নন্দনকাননে টসে জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠালেন গুজরাতের নেতা হার্দিক


Gujarat Titans vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন গুজরাত টাইটান্স (Gujarat Titans) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ইডেন গার্ডেন্সে মুখোমুখি গুজরাত-রাজস্থান

| Edited By: Sanghamitra Chakraborty


May 24, 2022 | 7:11 PM

Key Events

এক নজরে হেড টু হেড

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে চলতি আইপিএলেই প্রথম সাক্ষাৎ হয়েছিল দুই দলের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩৭ রানে রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। আজ ইডেনে কোন দল ফাইনালের টিকিট তুলে নিয়ে বাজিমাত করে সেদিকেই বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।

প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত-রাজস্থান

চলতি আইপিএলের প্লে অফে ওঠা প্রথম দল গুজরাত। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের ১০টিতে জয় ও ৪টিতে হেরেছিল হার্দিকের দল। প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেই সকলকে চমকে দিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে টাইটান্সরা। আজ জিতলেই ফাইনাল পাকা গুজরাতের। অন্যদিকে এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকেই বলা হচ্ছিল রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্লে অফে না উঠলেই বরং সকলে অবাক হবে। তবে তেমনটা হতে দেননি সঞ্জুরা। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় ও ৫টিতে হারের পর, পয়েন্ট টেবলের ২ নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছেন বাটলাররা।

LIVE Cricket Score & Updates

  • 24 May 2022 07:11 PM (IST)

    গুজরাতের প্রথম একাদশ

    গুজরাত টাইটান্সের প্রথম একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, ম্যাথু ওয়েড, সাই কিশোর, আলজারি জোসেফ, রশিদ খান, মহম্মদ সামি, যশ দয়াল।

  • 24 May 2022 07:06 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

কলকাতা: বৃষ্টির সম্ভাবনা ও কালবৈশাখীর আশঙ্কার মাঝেই আজ মঙ্গলবার, আইপিএল-১৫-র (IPL 2022) প্রথম কোয়ালিফায়ার এবং ৭১তম ম্যাচ। ইডেন গার্ডেন্সে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টসে জিতে শুরুতে রাজস্থানকে ব্যাট করতে পাঠালেন হার্দিক। চলতি আইপিএলের প্লে অফে ওঠা প্রথম দল গুজরাত। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের ১০টিতে জয় ও ৪টিতে হেরেছিল হার্দিকের দল। প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেই সকলকে চমকে দিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে টাইটান্সরা। আজ জিতলেই ফাইনাল পাকা গুজরাতের। অন্যদিকে এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকেই বলা হচ্ছিল রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্লে অফে না উঠলেই বরং সকলে অবাক হবে। তবে তেমনটা হতে দেননি সঞ্জুরা। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় ও ৫টিতে হারের পর, পয়েন্ট টেবলের ২ নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছেন বাটলাররা। তবে আজ ইডেনে যে দলই হারুক না কেন, তাদের কাছে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে ওঠার।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে চলতি আইপিএলেই প্রথম সাক্ষাৎ হয়েছিল দুই দলের। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৩৭ রানে রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। আজ ইডেনে কোন দল ফাইনালের টিকিট তুলে নিয়ে বাজিমাত করে সেদিকেই বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।

Published On – May 24,2022 6:30 PM



Leave a Reply