বাটলার-মিলারদের ঝোড়ো ব্যাটিংয়েও ইডেনের ম্যান অব দ্য ম্যাচ দর্শকরাই
ইডেনের গ্যালারি জুড়ে উড়ল দুই দলের পতাকাই। দর্শকদের কারও পরনে রাজস্থান রয়্যালসের জার্সি, কারও পরনে গুজরাতের জার্সি। কারও পিঠে লেখা হার্দিকের নাম, কারও পিঠে বাটলারের নাম। রাজস্থান আর গুজরাত দুই দলের সমর্থনেই ভাগ হয়ে গেল ইডেন।
কলকাতা: রেডি, স্টেডি, গো। এই ছবিটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল শহরবাসী। সকালে বৃষ্টির চোখরাঙানি। ইডেনের (Eden Gardens) আকাশে আচমকাই দুর্যোগের মেঘ। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামল। আকাশে মেঘ ঘোরাফেরা করলেও বরুণদেবতা রুষ্ঠ হননি। নির্দিষ্ট সময়েই শুরু ম্যাচ। বৃষ্টি কোনও ব্যাঘাতও ঘটাতে পারেনি। বিকেল হতেই ইডেনের আশে পাশে জমতে থাকল মানুষের ভিড়। রংচঙে মুখের ডেস্টিনেশন একটাই। লেটস গো টু দ্য ইডেন। কেকেআর নেই। তাতে কী! রাজস্থান (RR) আর গুজরাতের (GT) ফ্ল্যাগ নিয়েই ইডেন ভরাল দর্শক। দীর্ঘদিন বাদে ফুল হাউস ক্রিকেটের নন্দনকানন। এর আগে ইডেনে ম্যাচ হলেও, কোভিডের পর প্রথমবার বার ১০০ শতাংশ টিকিটের দেখা মিলেছে।
ইডেন গার্ডেন্সও চাঁদের হাট। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরের মাঠে খেলা দেখতে আসেন বোর্ড সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রীজেশ প্যাটেল, আইসিসির চেয়ারম্যান জর্জ বার্কলে, সিইও জিওফ অ্যালারডাইস। ইডেনের শোভা দেখে গেলেন আইসিসির প্রতিনিধিরা। সামনের বছরই দেশের মাঠে বিশ্বকাপ। আইপিএলে ইডেনের উন্মাদনার ছবি নিঃসন্দেহে নোটবুকে রেখে দেবেন আইসিসির প্রতিনিধিরা। স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখে গেলেন রাজ্যপাল। ম্যাচ শুরুর আগে ইডেনের বেল বাজান বোর্ডের জেনারেল ম্যানেজার তথা প্রাক্তন ক্রিকেটার আবে কুরুভিল্লা।
ইডেনের গ্যালারি জুড়ে উড়ল দুই দলের পতাকাই। দর্শকদের কারও পরনে রাজস্থান রয়্যালসের জার্সি, কারও পরনে গুজরাতের জার্সি। কারও পিঠে লেখা হার্দিকের নাম, কারও পিঠে বাটলারের নাম। রাজস্থান আর গুজরাত দুই দলের সমর্থনেই ভাগ হয়ে গেল ইডেন। কেকেআর না থাকলেও কুছ পরোয়া নেহি। আর ইডেনে খেলা মানে ম্যাক্সিকান ওয়েব তো কমন পেপার। রাজস্থানের ব্যাটিংয়ের সময় ১৮তম ওভারে ডি ব্লকের ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। যদিও নিরাপত্তারক্ষীরা সজাগই ছিলেন।
শুরুতে ইডেন মাতালেন জস বাটলার। ৫৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস। পরে কিলার মিলারের তাণ্ডব। ঘরের দুই ছেলে ঋদ্ধিমান সাহা আর মহম্মদ সামি হতাশই করলেন। তবে এক উপভোগ্য ম্যাচ দেখলেন দর্শকরা। আর ইডেনের ম্যান অব দ্য ম্যাচ দর্শকরাই। ম্যাচ শেষে বাড়ি ফেরার পথেও দর্শকদের মুখে একটাই কথা, ‘কালকের ম্যাচটাও দেখতে আসতে হবে।’ কারণ বুধের ম্যাচই যে মহাযজ্ঞ হতে চলেছে।