রবি শাস্ত্রীর জন্মদিনে ফিরে দেখা কোচ হিসেবে ভারতীয় দলকে দেওয়া তাঁর সাফল্য


আজ ৬০ এ পা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। শাস্ত্রী তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ১৮ বছর বয়সে। তাঁর টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৮১ সালে। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন শাস্ত্রী। ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন শাস্ত্রী। তাঁর কোচিংয়ে একাধিক সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। জন্মদিনে (Happy Birthday) ছবিতে শাস্ত্রীর কোচিং কেরিয়ারের কিছু সাফল্যের মুহূর্ত দেখে নেওয়া যাক….


May 27, 2022 | 3:27 PM

| Edited By: Sanghamitra Chakraborty

May 27, 2022 | 3:27 PM




 ২০১৮-১৯ মরসুমে বর্ডার-গাভাসকর ট্রফি জয় - ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্টে তাদের প্রথম হারায় ভারত। শাস্ত্রীর কোচিংয়ে এই কীর্তি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের বড় প্রাপ্তি। (ছবি-টুইটার)

২০১৮-১৯ মরসুমে বর্ডার-গাভাসকর ট্রফি জয় – ২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্টে তাদের প্রথম হারায় ভারত। শাস্ত্রীর কোচিংয়ে এই কীর্তি নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের বড় প্রাপ্তি। (ছবি-টুইটার)

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত - রবি শাস্ত্রীর জমানায় ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। পয়েন্ট টেবলের শীর্ষস্থানে ছিল ভারত। তবে সে বারও ট্রফির স্বাদ পাননি বিরাটরা। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল।  (ছবি-টুইটার)

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত – রবি শাস্ত্রীর জমানায় ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। পয়েন্ট টেবলের শীর্ষস্থানে ছিল ভারত। তবে সে বারও ট্রফির স্বাদ পাননি বিরাটরা। নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। (ছবি-টুইটার)

২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত - রবি শাস্ত্রীর কোচিংয়েই বিরাট কোহলির ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মরসুমে দারুণ পারফর্ম করেছিল। এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া।  (ছবি-টুইটার)

২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত – রবি শাস্ত্রীর কোচিংয়েই বিরাট কোহলির ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মরসুমে দারুণ পারফর্ম করেছিল। এবং ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। (ছবি-টুইটার)

২০২০-২১ মরসুমে বর্ডার গাভাসকর ট্রফি জয় - শাস্ত্রীর কোচিংয়েই দ্বিতীয় বার অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি দেশে নিয়ে এসেছিল টিম ইন্ডিয়া।  (ছবি-টুইটার)

২০২০-২১ মরসুমে বর্ডার গাভাসকর ট্রফি জয় – শাস্ত্রীর কোচিংয়েই দ্বিতীয় বার অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি দেশে নিয়ে এসেছিল টিম ইন্ডিয়া। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত - ২০২১ সালে ইংল্যান্ডের ঘরের মাঠে ৫ ম্যাচের টেস্ট সিরিজে শাস্ত্রীর কোচিংয়েই ২-১ এগিয়ে রয়েছে ভারত। করোনার কারণে ওই সিরিজের শেষ টেস্ট ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। চলতি বছরে সেই টেস্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে।  (ছবি-টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত – ২০২১ সালে ইংল্যান্ডের ঘরের মাঠে ৫ ম্যাচের টেস্ট সিরিজে শাস্ত্রীর কোচিংয়েই ২-১ এগিয়ে রয়েছে ভারত। করোনার কারণে ওই সিরিজের শেষ টেস্ট ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। চলতি বছরে সেই টেস্ট ম্যাচটি হওয়ার কথা রয়েছে। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply