Published by: Subhajit Mandal | Posted: May 28, 2022 9:44 pm| Updated: May 28, 2022 9:44 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বনাম আন্তর্জাতিক ক্রিকেট। পুরনো বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন খোদ আইসিসি (ICC) চেয়ারম্যান। গ্রেগ বার্কলে আশঙ্কা প্রকাশ করলেন, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেভাবে দাপট বাড়াচ্ছে, তাতে আগামী দিনে আরও সংকুচিত হবে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজগুলি। এমনকী আইপিএলের ম্যাচ বাড়ার জেরে বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফরম্যাট বদলে আরও বেশি দলকে সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসি চেয়ারম্যান।
আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই মুহূর্তে আইপিএলেরই প্লে-অফ (IPL Playoff) পর্বের খেলা দেখতে ভারতে এসেছেন। আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের পর তাঁকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হলে সেখানেই বার্কলে আশঙ্কা প্রকাশ করেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দাপটে হয়তো আগামী দিনে আরও সংকুচিত হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার। সেক্ষেত্রে সবচেয়ে বিপদে দ্বিপাক্ষিক সিরিজ।
[আরও পড়ুন: আইপিএলের ফাইনালে যায় দু’নম্বরিরাই! ১১ বছরের ট্র্যাডিশন ধরে রাখল রাজস্থান]
আসলে চলতি মরশুমে আইপিএল (IPL 2022) দল আগের থেকে বেড়েছে। যার ফলে বেড়েছে ম্যাচ। আগে যেখানে ৬০টি ম্যাচ হত সেখানে এ বছর থেকে মোট ৭৪টি ম্যাচ হচ্ছে। গত বছর ৫৫ দিন ধরে চলেছিল প্রতিযোগিতা। এ বছর দিন বেড়ে হয়েছে ৬৫ দিন। এখানেই শেষ নয়, আগামী দিনে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) নতুন লিগ চালু করতে চলেছে আইপিএলের ধাঁচে। একই রকম লিগ ফের চালু হবে দক্ষিণ আফ্রিকাতেও। অর্থাৎ, আগামী দিনে ক্রিকেট ক্যালেন্ডারের প্রায় পুরোটাই ছেয়ে যাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
[আরও পড়ুন: ‘এবারের আইপিএলের মতো ভুল গোটা কেরিয়ারে করেনি’, কোহলিকে তোপ শেহওয়াগ-মঞ্জরেকরের]
এমনিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ ওঠে। আগামী দিনে যদি আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়, তাহলে আরও সংকটে পড়বে দ্বিপাক্ষিক সিরিজ। তাই ইতিমধ্যেই বিকল্প ভাবা শুরু করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার চেয়ারম্যান গ্রেগ বার্কলে (Greg Barcley) বলছেন,”কোনও দেশ এই ধরনের লিগ চালু করলে আমাদের কিছু করার নেই। তবে আমরা বিকল্প উপায়ের কথা ভেবেছি। আগামী দিনে দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমিয়ে আইসিসি টুর্নামেন্টগুলির দলের সংখ্যা বাড়ানো হতে পারে।”
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ