গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস
রবিবার, আইপিএল-১৫-র (IPL 2022) ফাইনাল (৭৪তম) ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
আমেদাবাদ: আগামীকাল রবিবার, আইপিএল-১৫-র (IPL 2022) ফাইনাল (৭৪তম) ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়েই প্রথম ফাইনালিস্ট হয়েছিল গুজরাত। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে গোলাপি শহরের দল। গ্রুপ পর্বে ১৪টি ম্যাচের ১০টিতে জয় ও ৪টিতে হেরেছিল হার্দিকের দল। প্রথম বার আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেই সকলকে চমকে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে টাইটান্সরা। আগামীকাল জিতলেই আইপিএল অভিষেকেই ঘরের মাঠে ট্রফি তুলবে গুজরাত। অন্যদিকে এ বারের আইপিএল শুরু হওয়ার পর থেকেই বলা হচ্ছিল রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের প্লে অফে না উঠলেই বরং সকলে অবাক হবে। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় ও ৫টিতে হারের পর, পয়েন্ট টেবলের ২ নম্বরে থেকে প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেয়েছিলেন বাটলাররা। তবে ফাইনালে ওঠার পথে ধাক্কা খেয়েও শেষ লড়াইয়ে নামতে চলেছে সঞ্জুর পিঙ্ক আর্মি। ১৩ বছরের ট্রফির অপেক্ষার অবসান ঘটানোর জন্য এ বার শুধু রাজস্থানের ফাইনালে জেতার পালা।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে চলতি আইপিএলেই দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। গ্রুপ পর্বের এক ম্যাচে ৩৭ রানে রাজস্থানকে হারিয়েছিল গুজরাত। এবং তারপর ইডেনে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারেও ৭ উইকেটে গুজরাত হারিয়েছিল রাজস্থানকে। ফলে রবিরাতে বিশেষ নজর থাকবে ফাইনালের লড়াইয়ে কারা করে বাজিমাত তা দেখার জন্য।
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কবে হবে?
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি (২৯ মে) আগামীকাল, রবিবার হবে।
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কোথায় হবে?
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৮টা নাগাদ। ম্যাচের আগে ৭টা ৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।