আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন শচীন, জায়গা হল না বিরাট-রোহিতের


Published by: Krishanu Mazumder |    Posted: May 31, 2022 10:37 am|    Updated: May 31, 2022 10:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শেষ হয়েছে আইপিএল। মেগা টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ বেছে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টারের দলে জায়গা হল না বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকার। শচীন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ”খেলোয়াড়দের নামের ভিত্তিতে বা তাদের অতীত পারফরম্যান্স দেখে দল বাছাই করা হয়নি। এই মরশুমের পারফরম্যান্সের উপর নির্ভর করেই দল তৈরি করা হয়েছে।”

প্রথম বার টুর্নামেন্টে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্সহার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) আগাগোড়া দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন। শচীন তাঁর দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন হার্দিককে। শচীন বলেছেন, ”হার্দিকের নেতৃত্ব নজর কেড়ে নিয়েছে। ওর চিন্তাভাবনা খুব পরিষ্কার ছিল। আমি সবসময়েই বলি অনুশোচনা কর না, উদযাপন করো। তুমি যদি উদযাপন করতে পারো, তাহলে প্রতিপক্ষকে বোকা বানানো সম্ভব। হার্দিক তাই করেছে।”

[আরও পড়ুন: IPL 2022: ‘মিলার জড়িয়ে ধরে বলল, তোমার মতো টিমম্যান কম দেখেছি’, চ্যাম্পিয়ন হওয়ার পরে বললেন ঋদ্ধিমান]

শচীন ওপেনার হিসেবে বেছেছেন জস বাটলার (Jos Butler) ও শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। বাটলার এবার ৮৬৩ রান করেছেন টুর্নামেন্ট। সঙ্গে চারটি সেঞ্চুরি। ধাওয়ান ৪৬০ রান করেছেন টুর্নামেন্টে। তিন নম্বরে ব্যাট করবেন লখনউ সুপার জায়ান্টস দলের ক্যাপ্টেন লোকেশ রাহুল। বাটলারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। ১৫ ইনিংসে ৬১৬ রান করেছেন।

শচীন বলেছেন, ”রাহুল এমন একজন ব্যাটার যে সিঙ্গলস নিতে পারে আবার দরকার হলে ছক্কা মারতেও দক্ষ।” চার নম্বরের জন্য শচীনের পছন্দ পাণ্ডিয়া। পাঁচে ভয়ংকর ডেভিড মিলার (David Miller)। বাঁ হাতি ও ডান হাতি কম্বিনেশন বজায় রাখার জন্য কিলার মিলারকে পাঁচ নম্বরে রেখেছেন মাস্টার ব্লাস্টার। এর পরে থাকবেন লিভিংস্টোন (Liam LIvingstone) এবং দীনেশ কার্তিক (Dinesh Karthik)। প্রধান বোলার হিসেবে শচীনের একাদশে জায়গা পেয়েছেন রশিদ খান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং যুজেবন্দ্র চাহাল। 

[আরও পড়ুন: আইপিএলে ভাল কাজের স্বীকৃতি, পিচ কিউরেটর-মাঠকর্মীদের বিরাট অর্থ পুরস্কার দিচ্ছে BCCI]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply