IPL 2022: এ বারের আইপিএলের সেরা ৫ আশ্চর্য ঘটনা, দেখুন ছবিতে


এ বারের আইপিএলে (IPL 2022) ১০ দলের জমজমাট লড়াই হয়েছে। একাধিক আশ্চর্য ঘটনার স্বাক্ষী থেকেছে আইপিএল-১৫। ছবিতে দেখে নিন সদ্য শেষ হওয়া আইপিএলের সেরা ৫ আশ্চর্য ঘটনা…


May 31, 2022 | 8:30 AM

| Edited By: Sanghamitra Chakraborty

May 31, 2022 | 8:30 AM




তিন তিন বার গোল্ডেন ডাক বিরাট কোহলি - এ বারের আইপিএলটা ব্যাটার বিরাট কোহলির কাছে ছিল ওঠানামায় ভরপুর। আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন আইপিএল-২০২২ এ তিন তিন বার গোল্ডেন ডাক হয়েছেন। পুরো ক্রিকেটবিশ্ব বিরাটের ফর্ম দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

তিন তিন বার গোল্ডেন ডাক বিরাট কোহলি – এ বারের আইপিএলটা ব্যাটার বিরাট কোহলির কাছে ছিল ওঠানামায় ভরপুর। আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন আইপিএল-২০২২ এ তিন তিন বার গোল্ডেন ডাক হয়েছেন। পুরো ক্রিকেটবিশ্ব বিরাটের ফর্ম দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

জাডেজার ক্যাপ্টেন্সি ছাড়া - আইপিএল-২০২২ এর মরসুম শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাডেজার নাম ঘোষণা করা হয়। তবে তাঁর অধিনায়কত্বে সাফল্য ধরা দেয়নি। আট ম্যাচে তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছিল চেন্নাই। হঠাৎ করেই তিনি ক্যাপ্টেন্সি ছাড়ার কথা জানান। ব্যাক্তিগতভাবে জাডেজার পারফরম্যান্সও এ বার ভালো হয়নি। মরসুমের মাঝপথে ফের ধোনির হাতে তুলে দেওয়া হয় চেন্নাইয়ের ব্যাটন।

জাডেজার ক্যাপ্টেন্সি ছাড়া – আইপিএল-২০২২ এর মরসুম শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে নতুন অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাডেজার নাম ঘোষণা করা হয়। তবে তাঁর অধিনায়কত্বে সাফল্য ধরা দেয়নি। আট ম্যাচে তাঁর ক্যাপ্টেন্সিতে খেলেছিল চেন্নাই। হঠাৎ করেই তিনি ক্যাপ্টেন্সি ছাড়ার কথা জানান। ব্যাক্তিগতভাবে জাডেজার পারফরম্যান্সও এ বার ভালো হয়নি। মরসুমের মাঝপথে ফের ধোনির হাতে তুলে দেওয়া হয় চেন্নাইয়ের ব্যাটন।

হঠাৎ টুইটারে অবসর ঘোষণা রায়ডুর -  এ বারের আইপিএলে চেন্নাইয়ের গ্রুপ পর্বের ১৩তম ম্যাচের আগে টুইটারে হঠাৎ করেই দেখা যায় অবসর ঘোষণা করে টুইট করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু। তবে ক্ষণিকের মধ্যে সেই টুইট ডিলিটও করে দেন তিনি। ডিলিট করে দেওয়া টুইটে রায়ডু লেখেন, “আমি খুব খুশি এটা জানাতে পেরে যে এটাই আমার শেষ আইপিএল। গত ১৩ বছর ধরে দুটো সেরা দলের সঙ্গে খেলতে পেরে আমি খুব গর্বিত। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য।” তবে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দেন তিনি অবসর নিচ্ছেন না।

হঠাৎ টুইটারে অবসর ঘোষণা রায়ডুর – এ বারের আইপিএলে চেন্নাইয়ের গ্রুপ পর্বের ১৩তম ম্যাচের আগে টুইটারে হঠাৎ করেই দেখা যায় অবসর ঘোষণা করে টুইট করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু। তবে ক্ষণিকের মধ্যে সেই টুইট ডিলিটও করে দেন তিনি। ডিলিট করে দেওয়া টুইটে রায়ডু লেখেন, “আমি খুব খুশি এটা জানাতে পেরে যে এটাই আমার শেষ আইপিএল। গত ১৩ বছর ধরে দুটো সেরা দলের সঙ্গে খেলতে পেরে আমি খুব গর্বিত। মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য।” তবে সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দেন তিনি অবসর নিচ্ছেন না।

বিরাটকে রান আউট করেন চাহাল - গত মরসুমেও বিরাট কোহলির আরসিবির বড় ভরসা ছিলেন যুজবেন্দ্র চাহাল। তবে এ বার তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। আরসিবির বিরুদ্ধে রাজস্থানের গ্রুপ পর্বের এক ম্যাচে চাহালের ওভারে ব্যাট করছিলেন বিরাট ও ডেভিড উইলি। নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন বিরাট। চাহালের একটি বল উইলির প্যাডে লাগে। সিঙ্গলস নেওয়ার জন্য তৈরি ছিলেন বিরাট। কিন্তু চাননি উইলি। সেই সুযোগ হাতছাড়া করেননি রাজস্থান অধিনায়ক ও উইকেটকিপার সঞ্জু স্যামসন। দ্রুত বলটি তুলে নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে ছুড়ে মারেন চাহালের কাছে। বিরাট ততক্ষণ প্রায় ক্রিজের মাঝ বরাবর চলে গিয়েছিলেন। উইলি রান নিতে রাজি না হওয়ায় পাল্টা ফিরে আসতে যান কোহলি। তবে তার আগেই স্ট্যাম্পে বল ছুঁইয়ে দেন চাহাল। থার্ড আম্পায়ারের কল হওয়ার পর ৬ বলে ৫ রান করে রান আউট হয়েই ফিরে যান কোহলি।

বিরাটকে রান আউট করেন চাহাল – গত মরসুমেও বিরাট কোহলির আরসিবির বড় ভরসা ছিলেন যুজবেন্দ্র চাহাল। তবে এ বার তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। আরসিবির বিরুদ্ধে রাজস্থানের গ্রুপ পর্বের এক ম্যাচে চাহালের ওভারে ব্যাট করছিলেন বিরাট ও ডেভিড উইলি। নন-স্ট্রাইকিং এন্ডে ছিলেন বিরাট। চাহালের একটি বল উইলির প্যাডে লাগে। সিঙ্গলস নেওয়ার জন্য তৈরি ছিলেন বিরাট। কিন্তু চাননি উইলি। সেই সুযোগ হাতছাড়া করেননি রাজস্থান অধিনায়ক ও উইকেটকিপার সঞ্জু স্যামসন। দ্রুত বলটি তুলে নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে ছুড়ে মারেন চাহালের কাছে। বিরাট ততক্ষণ প্রায় ক্রিজের মাঝ বরাবর চলে গিয়েছিলেন। উইলি রান নিতে রাজি না হওয়ায় পাল্টা ফিরে আসতে যান কোহলি। তবে তার আগেই স্ট্যাম্পে বল ছুঁইয়ে দেন চাহাল। থার্ড আম্পায়ারের কল হওয়ার পর ৬ বলে ৫ রান করে রান আউট হয়েই ফিরে যান কোহলি।

পিঙ্ক আর্মির বিরুদ্ধে নো বল বিতর্কে পন্থ - ২২ এপ্রিল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে শেষ ওভারে নো বল নিয়ে নাটকীয় ভাবে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে মেজাজ হারাতে দেখা যায় পন্থকে। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়কে প্রথম তিন বলে তিনটি ছয় মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রোভম্যান পাওয়েল। এমন সময়ই নাটক। তৃতীয় ছয়ের সময় নো বলের দাবি করেছিল দিল্লি শিবির। তবে আম্পায়র নো বল দিতে চাননি। ক্ষোভে দিল্লির নেতা ঋষভ পন্থ (Rishabh Pant) তখনই পাওয়েল ও কুলদীপকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন।

পিঙ্ক আর্মির বিরুদ্ধে নো বল বিতর্কে পন্থ – ২২ এপ্রিল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে শেষ ওভারে নো বল নিয়ে নাটকীয় ভাবে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে মেজাজ হারাতে দেখা যায় পন্থকে। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়কে প্রথম তিন বলে তিনটি ছয় মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রোভম্যান পাওয়েল। এমন সময়ই নাটক। তৃতীয় ছয়ের সময় নো বলের দাবি করেছিল দিল্লি শিবির। তবে আম্পায়র নো বল দিতে চাননি। ক্ষোভে দিল্লির নেতা ঋষভ পন্থ (Rishabh Pant) তখনই পাওয়েল ও কুলদীপকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন।






Most Read Stories


Leave a Reply