Deepak Chahar-Jaya Bhardwaj: বিয়ে থেকে রিসেপশন, দীপক-জয়ার চোখধাঁধানো বিয়ের সেরা মুহূর্ত


দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজের (Jaya Bhardwaj) সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লেন ভারতের এবং চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার (Deepak Chahar)। ১ জুন আগ্রাতে বিরাট সমারোহ করে বিয়ে সেরেছেন দীপক-জয়া। এক নজরে দেখে নিন দীপক-জয়ার মেহেন্দি-হলদি থেকে বিয়ে-রিসেপশনের কিছু ছবি…


Jun 04, 2022 | 7:43 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 04, 2022 | 7:43 PM




দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতের এবং চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার।

দীর্ঘদিনের বান্ধবী জয়া ভরদ্বাজের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ভারতের এবং চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার।

মেহেন্দির মঞ্চে উজ্জ্বল দীপক-জয়া।

মেহেন্দির মঞ্চে উজ্জ্বল দীপক-জয়া।

হলদির অনুষ্ঠানে মিস্টি হাসি দীপক-জয়ার মুখে।

হলদির অনুষ্ঠানে মিস্টি হাসি দীপক-জয়ার মুখে।

সঙ্গীতের মঞ্চে নাচের তালে ডান্সফ্লোর মাতালের দীপক-জয়া।

সঙ্গীতের মঞ্চে নাচের তালে ডান্সফ্লোর মাতালের দীপক-জয়া।

 ১ জুন আগ্রাতে মহাসমারোহ করে দীপক-জয়ার চারহাত এক হল।

১ জুন আগ্রাতে মহাসমারোহ করে দীপক-জয়ার চারহাত এক হল।

দীপক-জয়ার বিয়েতে উপস্থিত ছিলেন দীপকের ভাই, ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার ও তাঁর স্ত্রী ঈশানি।

দীপক-জয়ার বিয়েতে উপস্থিত ছিলেন দীপকের ভাই, ভারতীয় ক্রিকেটার রাহুল চাহার ও তাঁর স্ত্রী ঈশানি।

জয়া-দীপকের রিসেপশন লুকও রীতিমতো নজরকাড়া।

জয়া-দীপকের রিসেপশন লুকও রীতিমতো নজরকাড়া।






Most Read Stories


Leave a Reply