Image Credit source: Twitter
পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ফের অধিনায়ক-নির্বাচকের মধ্যে মতবিরোধ।
করাচি: পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket) ফের অধিনায়ক-নির্বাচকের মধ্যে মতবিরোধ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য শান মাসুদের (Shan Masood) ব্যাটিং অর্ডার নিয়ে পাক নির্বাচকদের চেয়ারম্যান মহম্মদ ওয়াসিমের (Muhammad Wasim) সঙ্গে মত মিলছে না পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। ওয়াসিম চান শানকে মিডল অর্ডারে খেলানো হোক। তবে পাকিস্তানের অধিনায়ক বাবর চান, শান ওপেনার হিসেবেই খেলুক। এই নিয়ে অধিনায়ক-নির্বাচকের মতবিরোধ এ বার জনসমক্ষে চলে এল।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রচুর রান করার সুবাদে শানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন ওয়াসিম। ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, “কাউন্টি ক্রিকেটে শান দারুণ খেলেছে। একটা টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও বেশ আগ্রাসী ব্যাটিং করেছে। আমি ওকে বলেছি, এ বার মিডল অর্ডারে ব্যাটিং করার চেষ্টা করতে। তা হলে ও প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে নীচে খেলতে পারবে, এবং আমাদের হাতে সেই সুযোগটা থাকবে।”
তবে পাক অধিনায়ক বাবর আজমের মুখে উল্টো সুর। তিনি চান শান মিডল অর্ডারে না খেলে ওপেনিংয়েই থাকুন। বাবর বলেন, “শান মাসুদ তো টপ অর্ডারে ব্যাটিং করেন এবং এখনও লোয়ার অর্ডারে তিনি খেলেন না। আমার মতে শানকে পাঁচ বা ছয়ে খেলানোটা তাঁর প্রতি অবিচার করা হবে। আমরা ওঁর ওপর নজর রাখছি এবং দলের ভারসাম্যর কথা মাথায় রেখেই ওকে নিয়ে ভাবনাচিন্তা করা হবে।”
৩২ বছরের শান মাসুদ সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টেস্ট সিরিজের দলে ছিলেন। তবে তিনি খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড ছাড়া পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচেও ভালো ছন্দে ছিলেন শান। তবে শুধু শানকে নিয়েই নয়, উইকেটকিপারের জায়গা নিয়েও ওয়াসিম ও বাবরের মত মিলছে না।
ওয়াসিম চান উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলুন মহম্মদ হ্যারিস। তবে বাবর আস্থা রাখছেন মহম্মদ রিজওয়ানের ওপর। বাবর বলেন, ‘‘হ্যারিসকে এখনই সুযোগ দেওয়াটা একটু তাড়াহুড়ো হয়ে যাবে। রিজওয়ান এক দিনের ক্রিকেটে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে না পারলেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের প্রথম একাদশে ভালো ভারসাম্য রয়েছে। তাই রিজওয়ানের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি সব সময় ওর পাশেই রয়েছি।’’