Image Credit source: Rafael Nadal Twitter
ফরাসি ওপেনের ফাইনালই কি কেরিয়ারের শেষ ম্যাচ রাফায়েল নাদালের? চোটে বিপর্যস্ত তিনি। আসলে হয়েছে কী নাদালের? ঘনিষ্ঠ একজন জানালেন কোন রোগে আক্রান্ত নাদাল।
প্য়ারিস: ২২তম গ্র্যান্ড স্লাম থেকে মাত্র এক কদম দূর রয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। সেমিফাইনালে জার্মান টেনিস প্লেয়ার আলেজান্দার জেরেভ চোট নিয়ে কোর্ট ছাড়ায় স্প্যানিস তারকা সহজেই রোলাঁ গারোর ফাইনালে উঠে পড়েছেন। যে ছন্দে রয়েছে নাদাল (Rafael Nadal), ২২তম খেতাব পেতে অসুবিধা হবে না, এমনই মনে করছেন অনেকেই। কিন্তু ধারাবাহিক চোটে বিপর্যস্ত নাদাল কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। ফরাসি ওপেনের আগে থেকেই বাঁ পায়ের চোটে ভুগছেন। প্রিয় ক্লে-কোর্টে নামতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ব্যক্তিগত চিকিৎসককে পাশে নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছেছেন নাদাল। বলা হচ্ছে, ফরাসি ওপেনের পরই অবসর ঘোষণা করে দিতে পারেন তিনি।
স্পেনের প্রচারমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে, ফরাসি ওপেনের ফাইনালই কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে যেতে পারে নাদালের। রবিবার ক্যাসপার রুডই হতে চলেছেন তাঁর লম্বা টেনিস কেরিয়ারের শেষ প্রতিদ্বন্দ্বী। যদিও নাদালের তরফে এ নিয়ে কোনও কথা বলা হয়নি। তবে আশঙ্কা যে রয়েছে, তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে নাদাল ফরাসি ওপেন চলাকালীন বারবার বলেছেন, চোট যে ভাবে তাঁকে বিপর্যস্ত রেখেছে, প্রতি ম্যাচের সময়ই তাঁর মনে হচ্ছে, রোলাঁ গারোয় এটাই হয়তো তাঁর শেষ ম্যাচ।
নাদাল ঘনিষ্ঠ স্পেনের এক সিনিয়র সাংবাদিক অ্যাঞ্জেল গার্সিয়া দাবি করেছেন, ‘নাদাল এর আগে দাবি করেছে যে, ওকে নিয়মিত ব্যথা কমানোর ওষুধ খেয়ে কোর্টে নামতে হচ্ছে। এমনকি ট্রেনিংয়ের সময়ও তা-ই করতে হচ্ছে। ওর পক্ষে পুরো ব্যাপারটা কতটা যন্ত্রণার হয়ে যাচ্ছে, সেটা ভালো করেই বোঝা যাচ্ছে।’
কেন দীর্ঘমেয়াদী পায়ের চোটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে নাদালকে? নেক্রোসিস হয়েছে তাঁর। রক্তসঞ্চালন ঠিকঠাক না হওয়ায় টিস্যু প্রবল ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে কারণে ব্যথা কমছে না। সেই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে টিস্যুর শুকিয়ে যাওয়া। এই কারণে খেলার ধকল আর নেওয়া সম্ভব হবে না তাঁর পক্ষে। তার উপর বয়সও বাড়ছে নাদালের। ৩৬এ পা দিয়েছেন সদ্য। গার্সিয়ার কথায়, ‘ওর যা পরিস্থিতি তাতে খেলা চালিয়ে যাওয়া খুব কঠিন। সেই কারণে বাধ্য হয়েই ওকে টেনিস থেকে সরে আসতে হবে। সেটা যে কোনও দিন হতে পারে। হয়তো ফরাসি ওপেনের পরই টেনিসকে বিদায় জানাতে পারে নাদাল।’