২০১০ সালে বিশ্বকাপের ঠিক আগে উদ্দাম প্রেমের শুরু। ১১ বছর পর তা ভেঙে গেল কেন? বিশ্বকাপজয়ী ফুটবলারের কাণ্ড শুনলে অবাক হয়ে যাবেন।
বার্সেলোনা: অন্য মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সন্দেহ ছিল কিছু দিন ধরেই। ঠকাচ্ছিলেন বান্ধবীকে। তবু চুপ করেছিলেন তিনি। অপেক্ষা করছিলেন, তথ্য প্রমাণের। বিশ্বকাপজয়ী (FIFA World Cup) ওই ফুটবলারের অবৈধ্য প্রেমের কাহিনি হাতেনাতে ধরেও ফেলেন। তার পরই বিস্ফোরণ। ফুটবলার জেরার পিকের (Gerard Pique) সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে ফেললেন পপ সিঙ্গার শাকিরা (Shakira)। যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে হলিউডে। পপ দুনিয়ায় শাকিরা অত্যন্ত জনপ্রিয় গায়িকা। তাঁর লাইভ শো দেখার জন্য রীতিমতো ঝাঁপিয়ে পড়ে সারা দুনিয়া। সেই তাঁরই ফুটবলার স্বামী যে এমন কাণ্ড ঘটাবেন, কেউই ভাবতে পারেননি। অবশ্য এ নিয়ে কোনও জটিলতায় যাননি শাকিরা। পিকের সঙ্গে যাবতীয় সম্পর্ক ভেঙে ফেলেছেন। মাসখানেক ধরেই এ নিয়ে দু’জনের মধ্যে চাপানউতোড় চলছিল। ৪৫ বছরের শাকিরা যেমন চাননি, তেমনই ৩৫ বছরের পিকেও চাননি এই সম্পর্ক টেনে নিয়ে যেতে। বার্সেলোনায় এখন নিজের পুরনো বাড়িতে ফিরেছেন তিনি।
তিক্ত শাকিরা এক বিবৃতিতে বলেছেন, ‘খারাপ লাগলেও সবাইকে জানাতে হচ্ছে, আমরা আর একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে বাচ্চারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। ওদের ভালো রাখার চেষ্টাই করছি। আশা করি সবাই বুঝতে পারবেন।’
২০১০ সালে বিশ্বকাপের ঠিক আগে পিকে আর শাকিরার উদ্দাম প্রেমের শুরু। ওই বছর বিশ্বকাপের থিমসং ‘ওয়াকা… ওয়াকা…’ গেয়ে মাত করে দিয়েছিলেন। গানের ভিডিও শুটের সময় শাকিরার সঙ্গে ছিলেন পিকেও। সেই সময় প্রেমে পড়েন দু’জন। তাঁদের প্রেমের কথা পরের বছর স্বীকার নেন। ২০১৩ সালে প্রথম ছেলে মিলানের জন্ম হয়। ২০১৫ সালে দ্বিতীয় ছেলে সাসার জন্ম হয়। সেই পিকেই কেন এমন হয়ে গেলেন, তা নিয়েই কিছু দিন ধরে প্রশ্ন তুলে আসছিলেন শাকিরা। শেষ পর্যন্ত কলম্বিয়ান পপ সিঙ্গার আর নিতে পারলেন না।
কেন সম্পর্ক ভাঙল পিকে-শাকিরার? পিকে বরাবরই বার্সেলোনার উদ্দাম নৈশজীবন উপভোগ করেন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। গত কয়েক সপ্তাহ বাঁধনহারা পিকে আরও মিশে গিয়েছেন ওই জীবনের সঙ্গে। টিমমেট রিকির সঙ্গে উপভোগ করছেন রাতগুলো। একাধীক বান্ধবীর সঙ্গে পার্টিতে মেতেছেন। রাতও কাটিয়েছেন। যে অ্যাপার্টমেন্টে রয়েছেন এখন, সেখানকার বাসিন্দারাই জানিয়েছেন এ সব তথ্য। তবে এর বাইরেও আরও কিছু কারণে থাকতে পারে বলে মনে করছে ঘনিষ্ঠমহল।