নেশন্স লিগে জার্মানির কাছে আটকে গেল ইতালি


উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) গ্রুপ-সি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি (Italy) ও জার্মানি (Germany)। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। এর পর ৭০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইতালিকে এগিয়ে দেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে ৭৩ মিনিটে জোসুয়া কিমিচ সমতায় ফেরান জার্মানিকে। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র দিয়ে। নেশন্স লিগে জার্মানির বিরুদ্ধে ড্র করে পয়েন্ট হারাল আজ্জুরিরা।


Jun 05, 2022 | 12:54 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 05, 2022 | 12:54 PM




গোলশূন্য অবস্থায় শেষ হয় ইতালি-জার্মানি ম্যাচের প্রথমার্ধ।

গোলশূন্য অবস্থায় শেষ হয় ইতালি-জার্মানি ম্যাচের প্রথমার্ধ।

ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইতালিকে এগিয়ে দেন লরেঞ্জো পেলেগ্রিনি (Lorenzo Pellegrini)।

ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইতালিকে এগিয়ে দেন লরেঞ্জো পেলেগ্রিনি (Lorenzo Pellegrini)।

তবে ১ গোলে পিছিয়ে থাকার পর মাত্র তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে জার্মানি। ৭৩ মিনিটে জোসুয়া কিমিচ (Joshua Kimmich) সমতায় ফেরান জার্মানিকে।

তবে ১ গোলে পিছিয়ে থাকার পর মাত্র তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে জার্মানি। ৭৩ মিনিটে জোসুয়া কিমিচ (Joshua Kimmich) সমতায় ফেরান জার্মানিকে।

ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র দিয়ে। নেশন্স লিগে জার্মানির বিরুদ্ধে ড্র করে পয়েন্ট নষ্ট করল আজ্জুরিরা।

ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র দিয়ে। নেশন্স লিগে জার্মানির বিরুদ্ধে ড্র করে পয়েন্ট নষ্ট করল আজ্জুরিরা।






Most Read Stories


Leave a Reply