Image Credit source: Roland Garros Twitter
রোলাঁ গারোতে রাফায়েল নাদালের (Rafael Nadal) রাজত্ব এখনও অটুট। ফরাসি ওপেনের ফাইনালে (French Open 2022 Final) ১৩ বছরের ছোট নরওয়ের ক্যাসপার রুডকে (Casper Ruud) হারিয়ে ১৪তম ফরাসি ওপেন ট্রফি হাতে তুলে নিলেন রাফা।
প্যারিস: রোলাঁ গারোতে রাফায়েল নাদালের (Rafael Nadal) রাজত্ব এখনও অটুট। ফরাসি ওপেনের ফাইনালে (French Open 2022 Final) ১৩ বছরের ছোট নরওয়ের ক্যাসপার রুডের (Casper Ruud) বিরুদ্ধে নেমেছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা নাদাল। শুরু থেকেই রাফার ব়্যাকেট বিদ্যুৎ ছড়াতে থাকে। পাক্কা ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ টেনিস সুপারস্টার। ফাইনাল ম্যাচের প্রথম সেটের প্রথম দুটো গেম জেতেন নাদাল। তৃতীয় গেমে জেতেন রুড। তবে রুডকে এরপর চেপে ধরেন রাফা। শেষ অবধি ৬-৩ ব্যবধানে প্রথম সেট জেতেন রাফা। দ্বিতীয় সেটের শুরুতেই ফিরে আসেন রুড। ডাবল ফল্ট করে বসে একটা সময় ১-৩ গেমে পিছিয়ে পড়েন রাফা। সেখান থেকে ফিরে এসে দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জিতে নেন রাফা। এরপর তৃতীয় সেটে রুডকে দাঁড়াতেই দেননি রাফা। তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে রুডকে হারিয়ে ১৪তম ফরাসি ওপেন খেতাব জিতে নিলেন।
Victory belongs to the most tenacious ?#RolandGarros pic.twitter.com/HveldTMGf8
— Roland-Garros (@rolandgarros) June 5, 2022
বিস্তারিত আসছে…