সুন্দরী জেমা-হোলিদের তারকা ফুটবলার বাবাদের চেনেন?


বিখ্যাত ইংলিশ তারকা ফুটবলার মাইকেল ওয়েনকে সকলেই চেনেন। পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) থেকে শুরু করে জোসে মোরিনহোকেও বেশ ভালো করেই চেনে ফুটবলবিশ্ব। তবে এই প্রাক্তন তারকা ফুটবলারদের সুন্দরী কন্যাদের দেখেও আপনার চোখে ধাঁধা লেগে যেতে বাধ্য। সুন্দরী জেমা থেকে হোলিদের দেখে নিন ছবিতে…


Jun 05, 2022 | 8:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 05, 2022 | 8:00 AM




প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার মাইকেল ওয়েনের মেয়ে জেমা রোজ ওয়েন (Gemma Rose Owen)। ১৯ বছরের জেমা জনপ্রিয় ব্রিটিশ শো লাভ আইল্যান্ডে অংশ নিয়েছেন।

প্রাক্তন ইংলিশ তারকা ফুটবলার মাইকেল ওয়েনের মেয়ে জেমা রোজ ওয়েন (Gemma Rose Owen)। ১৯ বছরের জেমা জনপ্রিয় ব্রিটিশ শো লাভ আইল্যান্ডে অংশ নিয়েছেন।

ইংল্যান্ডের ও নিউক্যাসেলের প্রাক্তন তারকা স্টাইকাল অ্যালান শিয়েরার মেয়ে হোলি শিয়েরার (Hollie Shearer)। ২৬ বছরের হোলি পেশায় কাউন্টি সিঙ্গার।

ইংল্যান্ডের ও নিউক্যাসেলের প্রাক্তন তারকা স্টাইকাল অ্যালান শিয়েরার মেয়ে হোলি শিয়েরার (Hollie Shearer)। ২৬ বছরের হোলি পেশায় কাউন্টি সিঙ্গার।

চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ ও রোমার বর্তমান কোচ জোসে মোরিনহোর মেয়ে হলেন মাতিলদে মোরিনহো (Matilde Mourinho)। জোসের মেয়ে মাতিলদে লন্ডন কলেজ থেকে ফ্যাশন নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করার পর এথিক্যাল জুয়েলারি নিয়ে ব্যাবসা শুরু করেছেন।

চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ ও রোমার বর্তমান কোচ জোসে মোরিনহোর মেয়ে হলেন মাতিলদে মোরিনহো (Matilde Mourinho)। জোসের মেয়ে মাতিলদে লন্ডন কলেজ থেকে ফ্যাশন নিয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করার পর এথিক্যাল জুয়েলারি নিয়ে ব্যাবসা শুরু করেছেন।

ম্যান ইউয়ের প্রাক্তন ফুটবলার পল স্কোলসের কন্যা অ্যালিসিয়া স্কোলস (Alicia Scholes)। ২০ বছরের অ্যালিসিয়া ইংল্যান্ডের নেটবল দলের সদস্য। বর্তমানে তিনি লন্ডন পাল্সের হয়ে খেলেন।

ম্যান ইউয়ের প্রাক্তন ফুটবলার পল স্কোলসের কন্যা অ্যালিসিয়া স্কোলস (Alicia Scholes)। ২০ বছরের অ্যালিসিয়া ইংল্যান্ডের নেটবল দলের সদস্য। বর্তমানে তিনি লন্ডন পাল্সের হয়ে খেলেন।

ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার কন্যা বলেন মারিয়া গুয়ার্দিওলা (Maria Guardiola)। ফ্যাশন সেন্সের জন্য মারিয়াকে নিয়ে রীতিমতো চর্চা চলে।

ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার কন্যা বলেন মারিয়া গুয়ার্দিওলা (Maria Guardiola)। ফ্যাশন সেন্সের জন্য মারিয়াকে নিয়ে রীতিমতো চর্চা চলে।






Most Read Stories


Leave a Reply