Image Credit source: Twitter
রোলা গাঁরোতে ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই দেখা যাবে।
প্যারিস: আজ, রবিবার রোলা গাঁরো সাক্ষী হতে চলেছে এমন এক ম্যাচের যেখানে একদিকে রয়েছে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল (Rafael Nadal)। অন্যদিকে রয়েছে প্রথম বার গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন নিয়ে নামা নরওয়ের টেনিস প্লেয়ার ক্যাসপার রুড (Casper Ruud)। ২৩ বছরের রুডের স্বপ্নের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর আদর্শ। রবিবার ছেলেবেলার নায়ক এবং মেন্টরের বিরুদ্ধেই ফরাসি ওপেনের (French Open) ফাইনালে নামবেন রুড। নরওয়ের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলতে নামা রুড ও ২১টি গ্র্যান্ড স্লামের মালিক রাফার ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা টেনিসবিশ্ব ও টেনিসপ্রেমীরা।
The last men standing in Paris! ??@RafaelNadal v. @CasperRuud98 @rolandgarros | #RolandGarros pic.twitter.com/NhW8PDLPuk
— ATP Tour (@atptour) June 3, 2022
রোলা গাঁরোতে ফাইনালের মঞ্চে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই দেখা যাবে। রাফার জন্য ফরাসি ওপেনের ফাইনাল ম্যাচটা মানসিক, শারীরিক দিক থেকে বেশ কঠিন হতে চলেছে। গুরুতর চোট পেয়ে আলেকজান্ডার জেরেভ কোর্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে লম্বা লড়াইয়ের পর ফাইনালে ওঠেন রাফা। ২২তম গ্র্যান্ড স্লাম থেকে মাত্র একটা ম্যাচ দূর রয়েছেন নাদাল। কিন্তু চোট তাঁর পিছু ছাড়ছেই না। ফরাসি ওপেনের আগে থেকেই বাঁ পায়ের চোটে ভুগছেন নাদাল। প্রিয় ক্লে-কোর্টে নামতে পারবেন কিনা রাফা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছিল। কিন্তু ব্যক্তিগত চিকিৎসককে পাশে নিয়ে ফাইনাল অবধি পৌঁছে গিয়েছেন নাদাল। এ বার শুধু আর একটা ম্যাচে জেতার অপেক্ষা।
এই নিয়ে ১৪তম ফরাসি ওপেন খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাফা। শুধু তাই নয়, কেরিয়ারের ৩০তম গ্র্যান্ড স্লামের ফাইনালও আজ খেলতে চলেছেন তিনি। অন্যদিকে নরওয়ের টেনিস তারকা ক্যাসপার রুড মারিন সিলিসকে চার সেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন।
১৩ বছরের ছোট রুডের বিরুদ্ধে প্রথম বার খেলবেন রাফা। ২০১৭ সালে রাফায়েল নাদালের টেনিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন রুড। নিজের আদর্শের বিরুদ্ধে নামার আগে বেশ উত্তেজিত রুড। এই প্রথম বার নরওয়ের টেনিস প্লেয়ার হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে আগেই রেকর্ড গড়ে ফেলেছেন রুড। এ বার রোলা গাঁরোতে রাফাকে ফাইনালে হারিয়ে অঘটন ঘটাতে পারলেই ইতিহাসের পাতায় নাম খোদাই করে ফেলবেন রুড।
রাফায়েল নাদাল
- বয়স: ৩৬
- বিশ্ব র্যাঙ্কিং: ৫
- কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং: ১
- কেরিয়ারে সিঙ্গলস খেতাব: ৯১
- গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব: ২১
ক্যাসপার রুড
- বয়স: ২৩
- বিশ্ব র্যাঙ্কিং: ৮
- কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং: ৭
- কেরিয়ারে সিঙ্গলস খেতাব: ৮
- গ্র্যান্ড স্লাম সিঙ্গলস খেতাব: ০