এক ঝলকে দেখে নিন মিতালি রাজের ক্রিকেট কেরিয়ারের একাধিক রেকর্ড


Mithali Raj: এক ঝলকে দেখে নিন মিতালি রাজের ক্রিকেট কেরিয়ারের একাধিক রেকর্ড

Image Credit source: BCCI Twitter

প্রায় ২৩ বছরের লম্বা কেরিয়ারে মিতালি গড়েছেন একাধিক রেকর্ড। আজ তাঁর অবসরের দিন এক ঝলকে দেখে নেওয়া যাক মিতালি রাজের রেকর্ডনামা।

TV9 Bangla Digital

| Edited By: Sanghamitra Chakraborty

Jun 08, 2022 | 4:09 PM




নয়াদিল্লি: ৩৯ বছরে ক্রিকেট ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। আজ, বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পাতার এক লম্বা বিবৃতি দিয়ে মিতালি আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালির। আর চলতি বছরের ২৭ মার্চ কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছেন মিতালি। মেয়েদের বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ বার মাঠে নেমেছিলেন মিতালি। প্রায় ২৩ বছরের লম্বা কেরিয়ারে মিতালি গড়েছেন একাধিক রেকর্ড। আজ তাঁর অবসরের দিন এক ঝলকে দেখে নেওয়া যাক মিতালি রাজের রেকর্ডনামা।

এই খবরটিও পড়ুন



এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি রাজের রেকর্ডগুলি:

  1.  মিতালি রাজ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান (৭৮০৫ রান) সংগ্রহ করে তাঁর কেরিয়ার শেষ করলেন।
  2.  মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে দীর্ঘতম কেরিয়ার (২২ বছর ২৭৪ দিন) মিতালি রাজের।
  3.  মিতালি মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন। সামগ্রিক তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
  4. তিনি মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরি (৭টি) করেছেন।
  5. ২০১৯ সালে শেষ টি-টোয়েন্টি খেললেও, মিতালি এখনও মহিলাদের টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ রান (২৩৬৪) সংগ্রহকারী ব্যাটার।
  6. ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচে (১৫৫) ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছেন মিতালি রাজ।
  7. মিতালি রাজই এখন পর্যন্ত একমাত্র ব্যাটার যিনি মেয়েদের ক্রিকেটে ১০ হাজার ৫০০-র বেশি রান (১০৮৬৮) করেছেন।
  8. মিতালি একমাত্র ক্রিকেটার যিনি ছয়টি মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের অংশ নিয়েছেন। ২০০০ সালে প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মিতালি। এর পর তিনি ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ ও ২০২২ সালেও ভারতের হয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে নেমেছিলেন।
  9. ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালির ২১৪ রানের ইনিংসটা এখনও মহিলাদের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
  10. মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে শতরান (১৬ বছর ২০৫ দিন) করা ব্যাটার মিতালি রাজ।
  11. মেয়েদের টেস্টে সর্বকনিষ্ঠ অধিনায়কের তালিকায় তিনে রয়েছেন মিতালি (২২ বছর ৩৫৩ দিন)।

Leave a Reply