ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচ
IND vs SA: আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আগামীকাল, বৃহস্পতিবার শুরু হতে চলেছে টিম ইন্ডিয়ার (Team India) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজ। প্রোটিয়া সফরে গিয়ে টেস্ট সিরিজে হারার পর, ওয়ান ডে সিরিজও হেরে গিয়েছিল ভারত (India)। ওই সফরেই টি-২০ সিরিজটিও হওয়ার কথা ছিল। কিন্তু করোনার (COVID 19) বাড়াবাড়ির কারণে সিরিজে কাটছাট হয়। আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে নামবে মেন ইন ব্লু। সিরিজ শুরু হওয়ার আগের দিন হঠাৎ করেই চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মার জায়গায় ভারতের অধিনায়কের দায়িত্বে থাকা লোকেশ রাহুল (KL Rahul)। বিসিসিআইয়ের তরফে তাঁর জায়গায় ঋষভ পন্থের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আর তাঁর ডেপুটি করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ১৫বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৬ বার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের জন্য ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াড-
কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।