Image Credit source: Virat Kohli Instagram
বর্তমানে ২২ গজে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট জ্বলে উঠছে না। তিন তিনটে বছর ধরে কোহলির ব্যাটে চলছে সেঞ্চুরির খরা। আইপিএল-২০২২ (IPL 2022) এও চেনা ছন্দে দেখা যায়নি কিং কোহলিকে। কিন্তু তার ফলে থেমে নেই ভিকে। মাঠের বাইরে এ বার কোহলি গড়ে ফেললেন নয়া নজির।
নয়াদিল্লি: বর্তমানে ২২ গজে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট জ্বলে উঠছে না। তিন তিনটে বছর ধরে কোহলির ব্যাটে চলছে সেঞ্চুরির খরা। আইপিএল-২০২২ (IPL 2022) এও চেনা ছন্দে দেখা যায়নি কিং কোহলিকে। কিন্তু তার ফলে থেমে নেই ভিকে। মাঠের বাইরে এ বার কোহলি গড়ে ফেললেন নয়া নজির। প্রথম ভারতীয় হিসেবে ইন্সটাগ্রামে (Instagram) ২০০ মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে কোহলির। যার ফলে ইন্সটাগ্রামে এক ভিডিও শেয়ার করে সকল ফলোয়ারদের ধন্যবাদ জানিয়েছেন কোহলি। ভিডিওর ক্যাপশনে বিরাট লেখেন, “২০০ মিলিয়ন স্ট্রং। ইন্সটা ফ্যামিলির সকলকে জানাই আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।”
কোহলি যে ভিডিওটি তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, সেখানে রয়েছে ভিকের জাতীয় দলের অনুশীলন, আরসিবির হয়ে অনুশীলন, নিজের জিম সেশন, তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কাটানো মুহূর্ত, ভারতীয় দলের টিমমেটদের সঙ্গে কাটানো মুহূর্তের টুকরো টুকরো ঝলক। ইন্সটাগ্রামে জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। এই তালিকায় আগেই ব্রাজিলিয়ার তারকা ফুটবলার নেইমারকে টপকে গিয়েছিলেন তিনি। এখন কোহলি রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পরই।
ইন্সটাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফলোয়ার্সের সংখ্যা ৪৫০ মিলিয়ন ও মেসির ইন্সটা ফলোয়ার ৩৩৩ মিলিয়ন। তবে শুধু ইনস্টাগ্রামেই নয়, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দারুণ জনপ্রিয় কোহলি। ৪৯ মিলিয়নে সমর্থক কোহলিকে ফেসবুকে ফলো করেন। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৪৮.৪ মিলিয়ন।
উল্লেখ্য, আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না বিরাট কোহলি। রোহিত শর্মা, জসপ্রীত বুমরার মতো কোহলিকেও এই সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে ভারতীয় বোর্ড। ২৯ মে শেষ হয়েছে আইপিএল-২০২২। এ বারের আইপিএলে বিরাট কোহলি আশানূরূপ পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে মাত্র ২টি হাফসেঞ্চুরি।