ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়, নজির পৃথ্বীর মুম্বাইয়ের


বিশ্বরেকর্ড ম্যাচে মুম্বাইয়ের দুই ব্যাটার।

Image Credit source: BCCI DOMESTIC TWITTER

উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭২৫ রানের রেকর্ড ব্যবধানে জিতল মুম্বাই। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির ছিল নিউ সাউথ ওয়েলসের। ১৯২৯/৩০ মরসুমে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানের ব্যবধানে হারিয়েছিল তারা।

বেঙ্গালুরু: রঞ্জি ট্রফির কোয়ার্টার (Ranji Trophy) ফাইনালে আরও একটা বিশ্ব রেকর্ড (World Record)। আগের দিন প্রথম শ্রেণির ক্রিকেটে (First class cricket) বিশ্ব রেকর্ড গড়েছিল বাংলা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৭৩-৭ করে বাংলা। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে প্রথম আট ব্যাটসম্যানের অর্ধশতরানের বেশি স্কোরের নজির ছিল। বাংলার ৯ জন ব্যাট করেছেন এবং প্রত্যেকেই ৫০-র অধিক রান করেছে। ১২৯ বছরের রেকর্ড ভেঙেছে বাংলা দল। এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭২৫ রানের রেকর্ড ব্যবধানে জিতল মুম্বাই। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির ছিল নিউ সাউথ ওয়েলসের। ১৯২৯/৩০ মরসুমে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানের ব্যবধানে হারিয়েছিল তারা। প্রায় ৯৩ বছরের এই রেকর্ড ভাঙল মুম্বাই রঞ্জি দল (Mumbai Ranji Team)।

প্রথম ইনিংসে সুবেদ পার্কারের দ্বিশতরান এবং সরফরাজ খানের শতরানের সৌজন্যে ৬৪৭-৮ স্কোরে সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। জবাবে উত্তরাখণ্ডকে মাত্র ১১৪ রানে অলআউট করে। শামস মুলানি১২ ওভার বোলিং করে ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ২৬১-৩ স্কোরে সমাপ্তি ঘোষণা করে মুম্বাই। যশস্বী জয়সোয়াল শতরান করেন। অধিনায়ক পৃথ্বী শ এবং আদিত্য তারে অর্ধশতক করেন। উত্তরাখণ্ডের সামনে জয়ের লক্ষ্য ছিল ৭৯৫। উত্তরাখণ্ড মাত্র ৬৯ রানেই আটকে যায়। ৭২৫ রানের রেকর্ড ব্যবধানে জেতে মুম্বাই।

প্রথম শ্রেণির ক্রিকেটে কয়েকটি বড় ব্যবধানে জয়ের তালিকা

৭২৫-মুম্বাই হারাল উত্তরাখণ্ডকে (২০২২)

৬৮৫-নিউ সাউথ ওয়েলস হারায় কুইন্সল্যান্ডকে (১৯২৯/৩০)

৬৭৫-ইংল্যান্ড হারায় অস্ট্রেলিয়াকে (১৯২৮/২৯)

এই খবরটিও পড়ুন



৬৩৮-নিউ সাউথ ওয়েলস হারায় দক্ষিণ অস্ট্রেলিয়াকে (১৯২০/২১)

Leave a Reply