Image Credit source: CSA
রেকর্ড রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা
নয়াদিল্লি: ব্যাট ভাঙল, ক্যাচ পড়ল, বোর্ডে বড় রান তুলেও ভারত হারলো। ঋষভ পন্থের নেতৃত্বের অভিষেকে টানা ১৩ আন্তর্জাতিক টি ২০ জিতে বিশ্বরেকর্ডের সুযোগ। সব আশায় জল ঢাললেন ডেভিড মিলার। আইপিএলের ছন্দেই খেললেন দক্ষিণ আফ্রিকার এই বাঁ হাতি ব্যাটার। তাঁকে দেখে আত্মবিশ্বাস পেলেন রাসি ভ্যান ডার ডুসেনও। মিলার থ্রিলারে ম্যাচের চিত্রনাট্যই বদলে গেল। অথচ বোর্ডে ২১১ রান। শেষ দিকে ওভার প্রতি ১৫ এর আশেপাশে রান তুলল মিলার-ডুসেন জুটি। শেষ দু ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২। শেষ ওভারে ৪ রান প্রয়োজন। চাহালের বলে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে সর্বাধিক রান তাড়া করে জিতল দক্ষিণ আফ্রিকা। ৬৪ বলে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি মিলার-ডুসেনের। মিলার ৩১ বলে ৬৪, ডুসেন ৪৬ বলে ৭৫। ৭ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার।
বিস্তারিত আসছে…